বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০১৬, ১২:৩৫:২৫

কাবুলে মার্কিন বিশ্ববিদ্যালয়ে জঙ্গি হামলা

কাবুলে মার্কিন বিশ্ববিদ্যালয়ে জঙ্গি হামলা

আন্তর্জাতিক ডেস্ক: ফের রক্তাক্ত কাবুল। এবার হামলা আমেরিকান বিশ্ববিদ্যালয়ে। হামলা চালায় সশস্ত্র জঙ্গিরা। চলতে থাকে এলোপাথাড়ি গুলি। বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকা। ভিতরে রয়েছেন বিদেশি অধ্যাপকরা, কয়েকশো ছাত্র। কয়েকজন অবশ্য ‘ইমার্জেন্সি এক্সিট’ দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছেন।

ইউনিভার্সিটির ভিতরে আটকে পড়েন সংবাদসংস্থা এপি-র চিত্রগ্রাহক পুলিৎজার পুরস্কার বিজয়ী মাসুদ হোসেইনিও৷ ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছে সেনাবাহিনী। বিশ্ববিদ্যালয়ের ভিতরে গুলি ও বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে বলে জানিয়েছেন আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রক। 'দ্য আমেরিকান ইউনিভার্সিটি অফ আফগানিস্তান'-এ হামলার খবরের পাওয়া যাচ্ছে একাধিক সংবাদসংস্থা থেকে৷

একজন আন্তর্জাতিক চিত্র সাংবাদিক টুইটে বলেন,
'এটাই হয়ত আমার শেষ টুইট'
'গুলির শব্দ, বিস্ফোরণের শব্দ শুনতে পাচ্ছি'
'আমাকে সাহায্য করুন'
টুইট আন্তর্জাতিক চিত্র সাংবাদিকের

২৫ আগস্ট,২০১৬/এমটিনিউজ২৪/সবুজ/এসএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে