আন্তর্জাতিক ডেস্ক: আবার আই এস! আবার শারীরিক নির্যাতন। ভাবতেই ভয়ে শিউরে উঠেছিল ১৭ বছরের ইয়াসমিন। তাই গায়ে পেট্রল ঢেলে আত্মহত্যা করতে চেয়েছিল সে। পুড়ে যায় শরীরের উপরের অংশ।
গত বছর আই এস–এর অত্যাচারে গ্রাম ছেড়ে আশ্রয় শিবিরে আশ্রয় নিয়েছিল সংখ্যালঘু ইয়াজিরি সম্প্রদায়ের এই কিশোরী। তাতেও শেষ রক্ষা হয়নি। সেখানেও পৌঁছে যায় আই এস। সমানে চলে অত্যাচার। আর সহ্য হয়নি।
একদিন সেখান থেকে পালিয়ে যান ‘নিরাপদ’ স্থানে। যেখানে তাঁরই মত প্রায় ১১ হাজার ইয়াজিরি। তবু আতঙ্ক পিছু ছাড়েনি। এক রাতে তার মনে হয় সেখানেও হাজির হয়েছে আই এস। সে যেন তাদের কথাই শুনতে পাচ্ছে। তাই গায়ে পেট্রল ঢেলে আত্মহত্যা করতে যায়।
উত্তর ইরাকের এক আশ্রয় শিবির থেকে ইয়াসমিনকে উদ্ধার করেন জার্মান চিকিৎসক ইয়ান ইলহান কিজলিহান। শারীরিক দিক থেকে বিকলাঙ্গ তো ছিলই। আর মনে মনে ভাবছিল এই বোধ হয় এসে পড়ল আই এস! ইয়াসমিনের মানসিক চিকিৎসা চলছে জার্মানিতে।-আজকাল
২৫ আগস্ট,২০১৬/এমটিনিউজ২৪/সবুজ/এসএ