আন্তর্জাতিক ডেস্ক: আল্লাহ কি তবে ISIS-এর সমর্থক হয়ে উঠল! আরবি কি শুধু ISIS বা তাদের সমর্থকদেরই মুখের ভাষা? হিজাব পরলেই কি কেউ আইসিসের লোক? প্রশ্ন উঠছে, কারণ শুধু এর জন্যই আইসিসিসের সমর্থক বলে ধরে নিয়ে লন্ডনে প্লেন থেকে নামিয়ে দেওয়া হল ভারতীয় বংশোদ্ভূত তিন মুসিলমকে, যাঁরা সম্পর্কে ভাইবোন।
সাকিনা ধরাস (২৪), মারিয়ম ধরাস (১৯) ও আলি ধরাস (২১) নামে ওই তিন ভাইবোন অভিযোগ করেন, লন্ডনে তাঁদের প্লেন থেকে নামিয়ে দেওয়া হয়। এর পর টারম্যাকেই তাঁদের তিন জনকে দীর্ঘক্ষণ ধরে জেরা করতে থাকে ব্রিটিশ পুলিশ। কিছু যাত্রী তাঁদের আইসিসের সমর্থক বলে উল্লেখ করে অভিযোগ করার কারণেই ব্রিটিশ পুলিশের জেরার মুখে পড়তে হয়।
জানা গিয়েছে, গত সপ্তাহে লন্ডন স্ট্যানস্টেড বিমানবন্দর থেকে ইজিজেটের ফ্লাইটে ইতালির নেপলে যাচ্ছিলেন ওই তিন ভাইবোন। দুই বোনের পরনেই হিজাব ছিল। অভিযোগ, কোনওরকম কারণ না দর্শিয়েই বিমানসেবিকারা তাঁদের প্লেন থেকে নেমে যেতে বলেন।
উত্তর-পশ্চিম লন্ডনের বাসিন্দা ওই তিন জনকে ঘণ্টাখানেক ধরে জেরা করে ব্রিটিশ পুলিশ। সাকিনা জানান, প্রথমেই বলা হয় আপনারা কি ইংরেজি বলতে পারেন? এর পরেই তাঁদের জানানো হয়, এক যাত্রী অভিযোগ করেছেন আপনারা তিন জন আইসিসের সদস্য। নিজেদের মধ্যে আরবিতে কথা বলছিলেন। আপনাদের ফোনে আল্লাহর স্তুতিও শুনেছেন সহযাত্রীরা।
প্রত্যুত্তরে তিন জনই জানান, এটা কোরানেরই অংশ। আমাদের ধর্মগ্রন্থ থেকে উল্লিখিত। তার মানে এই নয়, আমরা আইসিসের সমর্থক। এর পরেই তাঁদের বাড়ির ঠিকানা জানা ছাড়াও ব্যক্তিগত জীবন নয়ে নানা প্রশ্ন করা হতে থাকে। বাবা কী করেন? তাঁরা কোথায় কাজ করেন? সোশ্যাল নেটওয়ার্কিও সাইটে তাঁরা কী করেন, তা-ও খতিয়ে দেখা হয়।
এ ভাবে জেরার জন্য পরে যদিও পুলিশ আধিকারিকরা দুঃখ প্রকাশ করেন। কর্তব্যের খাতিরেই নাকি জেরা করতে বাধ্য হয়েছেন। নিজের ফেসবুক পোস্টে গোট ঘটনার বর্ণনা দিয়েছেন সাকিনা। পরে যদিও ওই প্লেনেই তাঁরা নিজেদের গন্তব্যে পৌঁছেছেন।-এই সময়
২৫ আগস্ট,২০১৬/এমটিনিউজ২৪/সবুজ/এসএ