আন্তর্জাতিক ডেস্ক : ভারত সরকারের পক্ষে স্বস্তির বার্তা। পাকিস্তান অধিকৃত কাশ্মীর এবং বালুচিস্তানে মানবাধিকার লঙ্ঘন নিয়ে মুখ খুললো মার্কিন পররাষ্ট্র মন্ত্রনালয়। ওই দুই জায়গায় মানবাধিকার পরিস্থিতি নিয়ে নিজেদের উদ্বেগের কথাও জানিয়েছে আমেরিকা।
মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রনালয়ের মুখপাত্র মার্ক সি টোনারকে সাংবাদিকেরা প্রশ্ন করেন, পাকিস্তান অধিকৃত কাশ্মীর এবং বালুচিস্তানে পাকিস্তান সেনার হাতে কি সাধারণ নাগরিকদের নিপীড়িত হতে হচ্ছে? জবাবে তিনি বলেন, ‘পাকিস্তানের বেশ কিছু জায়গায় দশকের পর দশক ধরে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। বেশ কয়েক বছর ধরে আমাদের মানবাধিকার রিপোর্টগুলোতে ওই দুই জায়গার মানবাধিকার পরিস্থিতি সম্পর্কে জানানো হচ্ছে।’
তার দাবি, পাকিস্তান অধিকৃত কাশ্মীর বা বালুচিস্তান নিয়ে আমেরিকার অবস্থান পাকিস্তান ভাল ভাবেই জানে। আমেরিকা বরাবরই রাজনৈতিক ভাবে পাকিস্তানের সব পক্ষকেই সমস্ত মতানৈক্য মিটিয়ে নেওয়ার অনুরোধ করে এসেছে।
২৫ আগস্ট ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস