বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০১৬, ১২:৪৬:৪০

পোকেমন খেলায় ব্যস্ত চালক, গাড়ি চাপায় নিহত নারী

পোকেমন খেলায় ব্যস্ত চালক, গাড়ি চাপায় নিহত নারী

আন্তর্জাতিক ডেস্ক : জাপানে স্মার্টফোন গেম পোকেমন গো খেলায় ব্যস্ত এক চালকের গাড়ির চাপায় এক নারী পথচারী নিহত হয়েছেন। তবে পোকেমনের কারণে জাপানে এটিই প্রথম মৃত্যুর ঘটনা।
 
পুলিশ জানিয়েছে, টুকোশিমা শহরে গত মঙ্গলবার ৩৯ বছর বয়সী চালক চলন্ত অবস্থায় পোকেমন গো খেলছিলেন। এক পর্যায়ে তিনি ফুটপাথে দু’জন পদচারীকে আঘাত করেন। তাদের মধ্যে এক নারী মারা গেছেন।

দুর্ঘটনায় জড়িত চালককে আটক করে নিরাপত্তা হেফাজতে নিয়েছে পুলিশ। ওই চালক জানিয়েছে, দুর্ঘটনার সময় তিনি পোকেমন গো থেলায় ব্যস্ত থাকায় দুই পথচারীকে দেখতে পাননি।

এ ঘটনায় গেমটির ডেভেলপার প্রতিষ্ঠান ‘নিয়ানটিক ইনকরপোরেশন’ এক বিবৃতিতে নিহত নারীর পরিবার ও পরিচিতদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। প্রতিষ্ঠানটি বলছে, তারা দুর্ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।

পোকেমন গো ট্রেজার হান্ট ঘরানার অগমেন্টেড রিয়ালিটি গেম। স্মার্টফোনে গেমটি খেলার সময় ‘পোকেমন গো’ খেলোয়াড় থেকে পোকেমন বা প্রতিদ্বন্দ্বী দল কত দূরে রয়েছে তার ক্রমাগত নোটিফিকেশন দিয়ে যেতে থাকে।

খেলোয়াড়রা চাইলে অপশনে গিয়ে তাদের আশপাশের পরিবেশ স্ক্যান করে দেখতে পারেন, কোথাও পোকেমন রয়েছে কিনা। মোবাইলের পর্দায় পোকেমনের দেখা পেয়েও যেতে পারেন। ‘পোকেমন বল’ ছুড়ে পোকেমনকে বন্দি করে যোগ করে ফেলতে পারেন নিজস্ব সংগ্রহের তালিকায়।

গত জুলাই মাসে পোকেমন গো চালুর পর থেকেই এটি স্মার্টফোন ব্যবহারকারীদের কাছে তুমুল জনপ্রিয়তা হয়ে যায়। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও জাপানের টোকিও শহরের পার্ক ও রাস্তায় বহু মানুষকে গেমটি খেলায় ব্যস্ত থাকতে দেখা যায়। বর্তমানে বিশ্বজুড়ে প্রতিদিন ৩ কোটিরও বেশি মানুষ গেমটি খেলছে।
২৫ আগস্ট, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে