আন্তর্জাতিক ডেস্ক : ভারতীয় নৌবাহিনীর তথ্য ফাঁস নিয়ে উদ্বিগ্ন ফ্রান্স। ফরাসি সংস্থা DCNS-এর সঙ্গে মিলিতভাবে স্করপিন যুদ্ধজাহাজ তৈরি করছিল ভারত। সেই যুদ্ধজাহাজ সংক্রান্ত ২২,৬০০ পাতার নটিই ফাঁস হয়ে গিয়েছে। আর ফরাসি ওই সংস্থা থেকেই তথ্য ফাঁস হয়েছে বলে জানা গিয়েছে। এবার ওই ঘটনার তদন্ত করতে চলেছে ফরাসি প্রতিরক্ষা মন্ত্রনালয়। এই ফাঁস হয়ে যাওয়ার ঘটনা ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছে ফ্রান্স।
যুদ্ধজাহাজগুলির রেঞ্জ, ক্ষমতা, প্রযুক্তি সবটাই ব্যাখ্যা করা ছিল ওই ফাঁস হয়ে যাওয়া নথিতে। আর এই তথ্য প্রকাশ্যে আসার পিছনে ফ্রান্সের কোনো এক সাবেক সেনা অফিসারের হাত রয়েছে বলে দাবি করছে সংবাদপত্র ‘The Australian’. তবে ফরাসি সংস্থা DCNS-এর দাবি ভারতেই ফাঁস হয়েছে ওই তথ্য, কারণ টেকনিক্যাল ডেটা সুরক্ষায় কোনো হাত নেই ফ্রান্সের।
ভারতীয় নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, তথ্য ফাঁস হয়েছে দেশের বাইরে থেকেই। কোনোভাবে হ্যাক করা হয়েছে বলে উল্লেখ করেছেন প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিক্কর।
শীঘ্রই এই ফরাসি সাবমেরিন স্করপিনের নৌবাহিনীতে যোগ দেয়ার কথা ছিল। ফরাসি সংস্থার প্রযুক্তি নিয়ে ছ’টি যুদ্ধজাহাজ তৈরি করছিল মাজাগাঁও ডকস লিমিটেড। ২২,৪০০ পাতার ওই নথিতে ছিল যুদ্ধজাহাজ সম্পর্কিত সমস্ত তথ্য। যুদ্ধজাহাজের টর্পেডো লঞ্চ সিস্টেম, কমব্যাট লঞ্চ সিস্টেম সংক্রান্ত তথ্য ছিল ওই নথিতে। নথির ৪,৪৫৭টি পাতায় ছিল যুদ্ধজাহাজের জলের তলার সেন্সর সম্পর্কে তথ্য, ৪,২০৯টি পাতায় ছিল জলের উপরের সেন্সর সম্পর্কিত তথ্য, ৪,৩০১টি পাতায় ছিল কমব্যাট ম্যানেজমেন্ট সিস্টেম সম্পর্কিত তথ্য, ৪৯৩টি পাতায় টর্পেডো লঞ্চ সংক্রান্ত তথ্য ছিল।
এছাড়া ৬,৮৪১টি পাতা জুড়ে ছিল যুদ্ধজাহাজের যোগাযোগ ব্যবস্থা ও ২,১৩৮টি পাতা জুড়ে নেভিগেশন সিস্টেমের বর্ণনা ছিল। যেহেতু আগামী কয়েক দশকের জন্য এই স্করপিন সাবমেরিন ভারতীয় নৌবাহিনীতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছিল, তাই ভারতের জন্য এই অত্যন্ত আশঙ্কার।
২৫ আগস্ট, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই