আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের অরেগন অঙ্গরাজ্যের একটি কলেজে এক বন্দুকধারীর গুলিতে অন্তত ১০ জন নিহত হয়েছে। এসময় কমপক্ষে আরো ২০ জন আহত হয়েছে।
বৃহস্পতিবার অরেগনের আম্পকুয়া কমিউনিটি কলেজে এ হামলা চালানো হয়। রাজ্য পুলিশের মুখপাত্র বিল ফুগেট এ খবর নিশ্চিত করেছেন।
হামলাকারী বন্দুকধারীকে পুলিশ আটক করেছে বলে জানিয়েছে সিএনএন। তবে হামলাকারী অক্ষত না আঘাতপ্রাপ্ত তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
পুলিশ এলাকাটি ঘিরে রেখেছে। ক্যাম্পাসে কোথাও বিস্ফোরক বা আগ্নেয়াস্ত্র লুকিয়ে রাখা হয়েছে কিনা সেটিও খতিয়ে দেখছে পুলিশ।
বিবিসি জানায়, স্থানীয় ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এলাকাটি থেকে নিরাপদ দূরত্বে অবস্থান করতে জনগণকে পরামর্শ দেওয়া হয়েছে।
অরেগন অঙ্গরাজ্যের পল্লী এলাকা রোজবার্গে অবস্থিত কলেজটিতে ৩,০০০ শিক্ষার্থী পড়াশুনা করছে।-বিবিসি
২ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এস.এ.সুমন/একে