শুক্রবার, ০২ অক্টোবর, ২০১৫, ০৯:১৫:০২

২৫০০ টাকায় মিলবে বিমান টিকিট!

২৫০০ টাকায় মিলবে বিমান টিকিট!

আন্তর্জাতিক ডেস্ক : উৎসবের মওশুমে আপনি যদি বিমান টিকিটের চড়া দাম নিয়ে অসন্তুষ্ট হন, তাহলে এই খবর আপনার জন্যই। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক মাত্র ২৫০০ টাকায় বিমান ভাড়া বেঁধে দিতে পারে।

কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রণালয়ের রাষ্ট্রমন্ত্রী মহেশ শর্মা বলেছেন, “দেশে ৩০০ মিলিয়ন মধ্যবিত্ত মানুষ রয়েছেন। যাদের প্রত্যেকের অন্তত একবার করে বিমানে চড়ার শখ রয়েছে। আমরা সে কথা ভেবেই ঘণ্টা পিছু বিমান ভাড়া ২৫০০ টাকার মধ্যে সীমাবদ্ধ রাখার কথা ভাবছি।” (জনমানবহীন ‘ভূতুড়ে’ এয়ারপোর্ট, নিরুত্তাপ বিমানবন্দর নিয়ন্ত্রক সংস্থা)

তবে মন্ত্রীর যুক্তি, এই নিয়ম চালু করা হবে ছোট শহরগুলিতে। দেশে এখন ৩১টি বিমানবন্দরের মধ্যে ছোট ছোট শহরের বিমানবন্দরগুলিত দিনভর একটিও বিমান ওঠানামা করে না। কারণ, যাত্রীর অভাব।

এই খরা কাটাতেই নয়া উদ্যোগ নিল কেন্দ্র। ভাড়া কমিয়ে যাত্রী টানার উদ্যোগ নিচ্ছে বিমানমন্ত্রক। নয়া নিয়ম লাগু হয়ে গেলে আগামী বছরের এপ্রিল মাস থেকেই ছোট শহরগুলির মধ্যে বিমান উড়তে শুরু করে দেবে। যাদের ভাড়া হবে ২০০০-২৫০০ টাকার মধ্যে।

কেন্দ্রের যুক্তি, ছোট শহরগুলির ধুঁকতে থাকা বিমানবন্দরগুলিকে চাঙ্গা করতে সরকারি কর কমানো হবে, কমানো হবে সেস-ও। সূত্র: এনডিটিভি
০২ অক্টোবর ২০১৫/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে