বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৫, ০৮:২০:০১

বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে যা বললেন রাজনাথ সিং

বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে যা বললেন রাজনাথ সিং

আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশ ও ভারতের সম্পর্ক নিয়ে মুখ খুললেন মোদি সরকারের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। আলোচনার মাধ্যমে তাদের মধ্যে সমস্ত সমস্যা মিটিয়ে অতীতের সোনালি দিনগুলি ফিরিয়ে আনতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

বুধবার দেশটির রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশের সেনা প্রধান জেনারেল আবু বেলাল মহম্মদ শাফিকুল হকের সঙ্গে এক বৈঠকের পর একথা বলেন রাজনাথ সিং। এসময় দুই দেশের মধ্যে ছিটমহল বিনিময়ে সমঝোতা চুক্তিরও প্রশংসা করেন তিনি।

ভারত ও বাংলাদেশ মৎসজীবীরা অজান্তে দুই দেশের জলসীমনা অতিক্রম করলে যেন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ না করা হয় – এই নিয়ে আজ দু’পক্ষই আলোচনায় বসে। বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী কিরেন রিজিজু, বর্ডার ম্যানেজমেন্ট সচিব অনুপ কুমার শ্রীবাস্তব ও বাংলাদেশ হাই কমিশনের কর্তারা।
১০ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে