আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়া যুদ্ধে রাশিয়ার পর এবার জড়িয়ে পড়েছে ইরান। আন্তর্জাতিক গণমাধ্যম জানাচ্ছে, গত ১০ দিনে শত শত ইরানি সেনা দেশটিতে প্রবেশ করেছে। সেই সাথে শীঘ্র্রই সরকারি বাহিনী, হিজবুল্লাহ ও রাশিয়ান বিমান বাহিনীর সমন্বয়ে গঠিত বাহিনীর সাথে যোগদান করবে।
সিরিয়ার সেনাবাহিনীর সাথে ঘনিষ্ঠ একজন সংবাদদাতা জানিয়েছেন, রাশিয়ান বিমান হামলার পাশাপাশি সিরিয়ান সেনাবাহিনী ও মিত্ররা স্থলযুদ্ধে অবতীর্ণ হবে। তিনি আরো বলেন, আসন্ন স্থলযুদ্ধ ইদলিব ও হামার গ্রামগুলোতে হতে পারে।
ওই সংবাদদাতা জানিয়েছেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের হারানো ভূখণ্ড পুনুরুদ্ধার করাই এই হামলার উদ্দেশ্য।
সিরিয়ার উত্তর-পশ্চিমে বিদ্রোহীদের দখলকৃত ভূখণ্ড উদ্ধার করার জন্যই রাশিয়া ও বাশারের অন্য দুই প্রধান মিত্র ইরান ও হিজবুল্লাহর সমন্বয়ে সামরিক জোট গঠিত হয়েছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।
ইরান এতদিন সামরিক পরামর্শ দিয়ে সিরিয়াকে সহায়তা করলেও এবারই প্রথম সরাসরি সেনা সহায়তা পাঠালো। এছাড়াও ইরান ইরাকি ও আফগানদের নিয়ে ১টি শিয়া ইউনিট গঠন করেছে যারা সিরিয়ার সরকারি বাহিনীকে সহায়তা করবে।
ইরানের সহায়তাপুষ্ট লেবানিজ শিয়া সংগঠন হিজবুল্লাহ প্রথম থেকেই সিরীয় যুদ্ধে সরকারি বাহিনীকে সহায়তা দিয়ে আসছে।
হোয়াইট হাউস জানিয়েছে, ইরানি সেনাদল সিরিয়ায় স্থল অভিযান চালাবে কিনা সে ব্যাপারে তারা নিশ্চিত নন। সূত্র: রয়টার্স, আল জাজিরা
০২ অক্টোবর ২০১৫/এমটিনিউজ২৪/সৈকত/এমএস