শুক্রবার, ০২ অক্টোবর, ২০১৫, ০৪:৩৩:১৫

উত্তর কোরিয়ার গোপন পরমাণু কর্মসূচি নিষিদ্ধ

উত্তর কোরিয়ার গোপন পরমাণু কর্মসূচি নিষিদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক: আমেরিকা এবার উত্তর কোরিয়ার বিরুদ্ধে গোপনে পরমাণু কর্মসূচি চালানোর অভিযোগএনে নিষেধাজ্ঞা জারির হুঁশিয়ারি দিল। যদিও এবিষয়ে পিয়ংইয়ং-এর পাল্টা দাবি, পরমাণু অস্ত্র নয় মহাকাশে উপগ্রহ পাঠানোর জন্য রকেট বানাচ্ছে তারা। কোনও হুঁশিয়ারির মুখে সেই কর্মসূচি বন্ধ হবে না বলেও জানিয়ে দিয়েছেন তিনি। এই রকেটটি যত দ্রুত সম্ভব পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হবে বলেও স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে।

ব্রিটেনে নিযুক্ত উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত হিয়ন হ্যাক-বন বলেন, ‘আমাদেরকে নিষেধাজ্ঞা জারির ভয় দেখিয়ে কোন লাভ হবেনা। নিষেধাজ্ঞা জারি করার যে কোনও হুমকিকে আমরা প্ররোচনা হিসেবে দেখব বলেও তিনি জানিয়ে দিয়েছেন।’ অক্টোবরেই পরীক্ষামূলক উৎক্ষেপণ হবে বলেও তিনি জানান। কমিউনিস্ট উত্তর কোরিয়ার সরকার দাবি করছে, তারা পরীক্ষামূলক উৎক্ষেপণ করতে চলেছে একটি রকেটের। এই রকেট তাদের মহাকাশ গবেষণা কর্মসূচির অঙ্গ। কিন্তু, আমেরিকা-সহ একাধিক দেশের দাবি, রকেট নয়, দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করছে উত্তর কোরিয়া।

আমেরিকার মত জাতিসংঘও জানিয়েছে, রকেট তৈরির নামে উত্তর কোরিয়া যে বস্তুটি তৈরি করছে, তার আকৃতি, প্রযুক্তি, ইঞ্জিন-সহ সব কিছুই দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সঙ্গে মিলে যাচ্ছে। তাই উত্তর কোরিয়ার এই প্রকল্পকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। মার্কিন সরকার জানিয়েছে, পিয়ংইয়ং যদি ছদ্মবেশী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ বন্ধ না করে, তা হলে ফের বিভিন্ন আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে তাদের।
০২ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে