শুক্রবার, ০২ অক্টোবর, ২০১৫, ০৫:০১:২৭

টাইটানিকের শেষ মধ্যাহ্নভোজের মেনুর দাম উঠল ৭০ লাখ

টাইটানিকের শেষ মধ্যাহ্নভোজের মেনুর দাম উঠল ৭০ লাখ

আন্তর্জাতিক ডেস্ক: ১৯১২ সালের ১৪ই এপ্রিল প্রায় ১৫০০ যাত্রী নিয়ে সমুদ্রের অতলে হরিয়ে যাওয়া সেই টাইটানিকের শেষ মধ্যাহ্নভোজের মেনুটি এবার নিলামে তোলা হয়েছে। এই মেনু কার্ডটির দাম উঠেছে প্রায় ৮৮,০০০ ডলার (বাংলাদেশি টাকায় প্রায় ৭০ লক্ষ ৪০ হাজার)। দুর্ঘটনার শিকার সেই বিশ্ব বিখ্যাত জাহাজের ফার্স্ট ক্লাস যাত্রীদের জন্য পরিবেশন করা হয়েছিল ওই খাবার। জানাগিয়েছে, অনলাইনে নিলামে তোলা হয়েছিল ওই মেনুকার্ডটি।

যতটা অনুমান করা হয়েছিল সেরকমই দাম উঠেছিল বলে জানিয়েছে নিলামকারী সংস্থা স্টারলাইন। জাহাজের সংস্থা স্টারলাইনের লোগো লাগানো ওই মেনুকার্ডেটিতে ছিল গ্রিলড মাটন চপস, কাস্টার্ড পুডিং, কর্নড বিফ, জ্যাকেট পটাটো, বাফেট দিশ, হ্যাম, বিফ থেকে শুরু করে আট রকমের চিজ। বাদ ছিল না কোনও কিছুই। এলাহি সেই মেনু দেখলে চোখ কপালে উঠে যাওয়ার জোগাড় হয়।

টাইটানিকের এক যাত্রী আব্রাহাম লিংকন সলোমন ওই মেনু গুছিয়ে রেখেছিলেন। তথাকথিত ‘মানি-বোট’-এ করে পালিয়ে বেঁচেছিলেন তিনি। যাতে করে ধনী যাত্রীদের পার করা হচ্ছিল। টাইটানিকের সংরক্ষিত কয়েকটি জিনিসের মধ্যে এটা অন্যতম। জানা যায়, ১৫০০ যাত্রীকে নিয়ে ব্রিটেন থেকে নিউ ইয়র্কের দিকে যাত্রা শুরু করেছিল টাইটানিক।
০২ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে