শুক্রবার, ০২ অক্টোবর, ২০১৫, ০৫:২০:১৫

খনির মুখ বন্ধ করে ছুরিকাঘাতে ৫০ শ্রমিককে হত্যা

খনির মুখ বন্ধ করে ছুরিকাঘাতে ৫০ শ্রমিককে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক: খনির মধ্যেই আচমকা আততায়ীর হামলা। অন্তত ৫০ জনকে ছুরির আঘাতে ছিন্নভিন্ন করে খুন করল জঙ্গিরা। চিনের ঝিনজিয়াং প্রদেশে গত মাসে এই ঘটনা ঘটে। সম্প্রতি মার্কিন রেডিও ফ্রি এশিয়ার খবরে বিষয়টি জানাজানি হয়।

চিনের ঝিনজিয়াং প্রদেশে ১৮ সেপ্টেম্বর সোগান কোলিয়ারিতে হামলা চালায় দুষ্কৃতীরা। কোনও সন্ত্রাসবাদী সংগঠন দায় স্বীকার না করলেও, হামলার ধরন দেখে উইঘুর জঙ্গিরাই আক্রমণের নেপথ্যে বলে সন্দেহ করছে প্রশাসন। পাক তালিবান মদতপুষ্ট উইঘুর জঙ্গিরা ঝিনজিয়াঙে মাঝেমধ্যেই নাশকতা চালায়। বোমা-বন্দুক নয়, সাধারণত ছুরি দিয়েই হামলা চালায় উইঘুর সন্ত্রাসবাদীরা।

কয়লা বোঝাই ট্রাক দিয়ে খনি-মুখ বন্ধ করে দিয়ে ভেতরে ঢোকে সন্ত্রাসবাদীরা। প্রথমেই খনির নিরাপত্তা রক্ষীকে খুন করে তারা। ভেতরে ঢোকার পথ বন্ধ থাকার জন্য খবর পেয়েও পুলিশ সহজে ভেতরে ঢুকতে পারেনি। সে সময় যতজন শ্রমিক খনিগর্ভে ছিলেন, প্রত্যেকেই উইঘুরের হামলায় নিহত বা আহত হন। ইসলামাবাদের সঙ্গে মাঝেমধ্যেই উইঘুরের বিষয়ে কথা বলে বেজিং। ঝিংজিয়াঙে খুব শিগগিরই আরও বড়সড় হামলা হতে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন। এই সময়
২ অক্টোবর,  ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে