বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৫, ১০:৩৩:৩২

চন্দ্র অভিযানে চীনের লক্ষ্য অন্যকিছু

চন্দ্র অভিযানে চীনের লক্ষ্য অন্যকিছু

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র ও রাশিয়ার বিজ্ঝানীরা চাঁদের উপরিভাগে অভিযান পরিচালনাকারী করেছে। তাই এবার তৃতীয় দেশ হিসেবে চীন অভিযান চালাবে চাঁদের পিছনের পৃষ্ঠে।

এখন পর্যন্ত পৃথিবীর কোনো দেশ এই ধরণের অভিযান চালানো বা পরিচালনাও করেনি। ফলে চীনই প্রথম চাঁদের পিছনের পৃষ্ঠে মহাকাশ যান নামানোর পরিকল্পনা করেছে বলে দাবি করেছেন দেশটির একজন প্রকৌশলী।

এ কথা জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম। চাইনিজ একাডেমি অব সায়েন্স-এর জুউ ইয়োংগলিয়াও জানিয়েছেন, ২০২০ সালকে লক্ষ্য করে চ্যাং ৪ অভিযানের পরিকল্পনা করা হয়েছে।

তিনি আরো বলেন, অভিযানের লক্ষ্য হচ্ছে চাঁদের পিছনের পৃষ্ঠের ভূতাত্ত্বিক অবস্থা সম্পর্কে অধ্যয়ন করা। এর মাধ্যমে জ্যোতির্বিজ্ঞানীদের ব্যবহারের জন্য একটি রেডিও টেলিস্কোপ বসানো হতে পারে।

চাঁদের উদ্দেশে চীনের পরবর্তী অভিযান হবে ২০১৭ সালে, এ অভিযানে চাঁদের মাটি ও পাথরের নমুনা সংগ্রহ করে আনা হবে। অভিযানটি সফল হলে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পরেই চদ্র অভিযানে তৃতীয় দেশ হিসেবে কৃতিত্ব লাভ করবে চীন। সূত্র: সিসিটিভি
১০ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে