শুক্রবার, ০২ অক্টোবর, ২০১৫, ০৬:৫০:৪৯

যুক্তরাষ্ট্রের কলেজে বন্দুকধারীর গুলিতে নিহতের সংখ্যা বেড়ে ১৫

যুক্তরাষ্ট্রের কলেজে বন্দুকধারীর গুলিতে নিহতের সংখ্যা বেড়ে ১৫

আন্তর্জাতিক ডেস্ক : আমেরিকার কলেজে ফের বন্দুকবাজের হামলা। বন্দুকধারীর গুলিতে যুক্তরাষ্ট্রের ওরিগন অঙ্গরাজ্যের এক কলেজে নিহত হয়েছেন এই পর্যন্ত ১৫ জন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। পুলিশের সঙ্গে গুলির লড়াইতে নিহত হয়েছে এক বন্দুকবাজও।

ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে। প্রাথমিকভাবে নিহতের সংখ্যা ১০ জন বলা হলেও ডগলাসের কাউন্টি শেরিফ পরে নিহতের সংখ্যা ১৫ জন বলে জানান।

খবরে বলা হয়েছে, কলেজে তখন ক্লাস চলছিল। রোজবার্গের একটি কমিউনিটি কলেজে হঠাতই ঢুকে পড়ে এক বন্দুকবাজ। ঢুকেই বেপরোয়া গুলি চালাতে শুরু করে। পরে পুলিশের গুলিতে ২৬ বছর বয়সী ওই বন্দুকধারী মারা যায়। তবে পুলিশ ওই বন্দুকধারীর নাম পরিচয় জানাতে পারেনি।

অবশ্য একটি সমর্থিত সূত্র সাংবাদিকদের জানান, হামলাকারী বন্দুকবাজের পরিচয় জানা গিয়েছে। তার নাম ক্রিস হার্পার মার্সার। এখনও পর্যন্ত এই হামলার সঠিক কোনও কারণ জানা যায়নি। তদন্তকারীরা তদন্ত শুরু করেছে।

যেখানে ঘটনাটি ঘটেছে সেটি ওরিগনের একটি গ্রাম্য এলাকা এবং পোর্টল্যান্ড শহর থেকে প্রায় ২৮০ কিলোমিটার দক্ষিণে।

শিক্ষাক্ষেত্রে ফের গুলিচালনার ঘটনায় উদ্বেগপ্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। শোকপ্রকাশ করে মার্কিন রাষ্ট্রপতি বারাক ওবামা জানিয়েছেন, বন্দুকবাজের হামলায় মৃত্যুর ঘটনায় চিন্তাভাবনা ও প্রার্থনাই যথেষ্ট নয়। এই ধরনের হামলার জন্য দ্রুত আইন পরিবর্তনের চেষ্টা চলছে।

নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন হিলারি ক্লিনটন।
০২ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে