আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী বিমান নিখোঁজে হয়েছে। জানা গিয়েছে যাত্রীবাহী বিমানটিতে চারজন প্রাপ্তবয়স্ক তিনজন শিশু ও তিনজন ক্রুসহ মোট দশজন যাত্রী ছিল। এক ঘণ্টার যাত্রা শেষে এটি মাকাসার বিমানবন্দরে নামার কথা ছিল।
জানা যায়, শুক্রবার মাসাম্বা এয়ারপোর্ট থেকে স্থানীয় সময় ২টা ৩০ মিনিটে এভিয়াস্টার টুইন ওটার ডিএইচসি-৬ এয়ারক্রাফট জাকার্তার পশ্চিমের সুলাওয়েসি থেকে মাকাসার দিকে যাচ্ছিল। যাত্রা শুরু করে। এর পর মাকাসায় নামার ৩০ মিনিট আগে হঠাৎ বিমানের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
ইন্দোনেশিয়ার পরিবহণমন্ত্রী জুলিয়াস বারাতা জানিয়েছেন, বিমানটির খোঁজে ইতিমধ্যেই তদন্তকারী দল পাঠানো হয়েছে। টুইন ওটের বিমান পরিষেবা চালু হয় ২০০০ সালে। প্রাথমিকভাবে চালু হয়েছিল হেলিকপ্টার পরিষেবা। পরে চালু হয় কম সংখ্যক যাত্রীদের নিয়ে পরিষেবা।
০২ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/