শুক্রবার, ০২ অক্টোবর, ২০১৫, ১১:৫৪:৫২

আফগানিস্থানে মার্কিন বিমান ভেঙে মৃত ১১

আফগানিস্থানে মার্কিন বিমান ভেঙে মৃত ১১

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন সামরিক বিমান আফগানিস্তানে ভেঙে পড়ল। শুক্রবার এই ঘটনাটি ঘটে। এঘটনায় এখনও পর্যন্ত ১১ জনের মৃত্যুর খবর জানা গিয়েছে। ভেঙে পড়া সি-১৩০ বিমানে ছয়জন মার্কিন সেনা সহ ছিলেন পাঁচ সামরিক কনট্রাক্টর। সেইসঙ্গে বিমানটি ভেঙে পড়ায় স্থানীয় কিছু মানুষেরও মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে।

বৃহস্পতিবার আফগানিস্থানের পূর্বাঞ্চলের উপর দিয়ে উড়ে যাওয়ার সময় জালালাবাদ বিমানবন্দরে মার্কিন সি-১৩০ বিমানটি বিধ্বস্ত হয়। তবে ভেঙে পড়ার কারণ এখনও সঠিকভাবে জানা যায়নি।

আমেরিকা তাদের প্রতিরক্ষা মন্ত্রনালয়ের বিমান ভেঙে পড়ার কথা জানালেও তালিবানি একটি গোষ্ঠী দাবি করেছে, সি-১৩০ বিমানটি তারা গুলি করে মাটিতে নামিয়েছে। আফগান-তালিবান গোষ্ঠী জাবিউল্লাহ মুজাহেদিন একটি ভিডিও প্রকাশ করে বলেছে, মার্কিন বিমানকে গুলি করে নামিয়ে ১৫ জন সেনাকে খতম করেছি আমরা।
০২ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে