সোমবার, ০৫ সেপ্টেম্বর, ২০১৬, ০৭:২৭:৫২

রক্তক্ষয়ী যুদ্ধ হবে চীন-আমেরিকার : সেথ ক্রোপসে

রক্তক্ষয়ী যুদ্ধ হবে চীন-আমেরিকার : সেথ ক্রোপসে

আন্তর্জাতিক ডেস্ক : আমেরিকার সঙ্গে রক্তক্ষয়ী নৌযুদ্ধ হবে চীনের।  এমনটাই মন্তব্য করলেন আমেরিকার নৌবাহিনীর সাবেক উপমন্ত্রী সেথ ক্রোপসে।  এক পত্রিকায় প্রকাশিত এক আর্টিকলে এ দাবি করেছেন ক্রোপসে।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনান্ড রিগ্যান এবং জর্জ  ডব্লিউ বুশের আমলে নৌবাহিনী বিষয়ক উপমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি।

তার লেখায়, চীনের সম্প্রসারবাদের বিরুদ্ধে আমেরিকাকে আরও কঠোর রণনীতি নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন ক্রোপসে।

তিনি বলেন, চীনের শক্তি কমানোর লক্ষ্যে প্রয়োজনীয় সব পদক্ষেপ আমেরিকাকে নিতে হবে।  এ ছাড়া দক্ষিণ চীন সাগরের ওপর নিজেদের আধিপত্য বিস্তার করার পেছনে বেজিংয়ের যে অভিলাষ রয়েছে, সেই বিষয়টিও মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা উপেক্ষা করছেন বলে মনে করেন ক্রোপসে।

দক্ষিণ চীন সাগরকে সামরিকীকরণ করা হবে না বলে ২০১৫ সালে ঘোষণা করেছিলেন চীনা প্রেসিডেন্ট জি জিংপিং।

ক্রোপসে বলেন, কিন্তু এরপরও দক্ষিণ চীন সাগরের বিতর্কিত দ্বীপে হ্যাংগার নির্মাণের মধ্যদিয়ে এ ঘোষণার উল্টো কাজই করেছে চীন।  

বেজিং সেখানকার দ্বীপগুলোতে যুদ্ধবিমান মোতায়েন করতে চায় বলেও দাবি করেন তিনি।  ক্রোপসের মতে, ‘জোর যার মল্লুক তার’ নীতি অনুসরণ করছে বেজিং।

কিছুদিন আগে আন্তর্জাতিক আদালত জানিয়ে দেয়, দক্ষিণ চীন সাগরে চীনের অর্থনৈতিক অধিকার দাবির কোনো ভিত্তি নেই।  আইনগতও নেই, ঐতিহাসিকভাবেও নেই।  

১৯৪৭ সালের মানচিত্র সামনে রেখে ট্রাইব্যুনাল ঘোষণা করে, ‘এই সামুদ্রিক অঞ্চলের যাবতীয় সম্পদের ওপর চীন যে দখলদারিত্ব কায়েম করতে চায় তার কোনও আইনগত যুক্তি খুঁজে পাওয়া যাচ্ছে না।’

এই সামুদ্রিক অঞ্চলে দীর্ঘদিন ধরে চীনের সঙ্গে ফিলিপিন্সের এবং ভিয়েতনামের ঝামেলা চলছে বেশ কিছু দ্বীপ নিয়ে।  দ্বীপগুলোর পর চীন ১৯৪৯ সাল থেকে নিজেদের অধিকারের কথা ঘোষণা করে চলেছে।

আসলে এমনিতে এই দ্বীপগুলো প্রবাল দ্বীপ হলেও রণনৈতিক কারণে এগুলির ওপর চীনের লোভ প্রবল। সেই সঙ্গে রয়েছে এখানকার সামুদ্রিক সম্পদের হাতছানি।

সামুদ্রিক সম্পদের মধ্যে রয়েছে মাছ, সমুদ্রগর্ভের খনিজ এবং তেলের ভাণ্ডার।  এ নিয়েই লাগাতার টেনশন।  সূত্র : কলকাতা২৪
৫ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে