আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখার কমান্ডার মুহাম্মাদ দেইফসহ তিন নেতাকে সন্ত্রাসী আখ্যা দিয়ে কালোতালিকাভুক্ত করেছে মার্কিন যেক্তরাষ্ট্র। এ ঘটনার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে হামাস।
টুইটার অ্যাকাউন্টে দেয়া এক বার্তায় মার্কিন পদক্ষেপকে অনৈতিক ও আন্তর্জাতিক আইন-বিরোধ বলে মন্তব্য করেছে হামাস। এ ঘটনার মধ্যদিয়ে আমেরিকা ইহুদিবাদী ইসরাইলের সন্ত্রাসবাদকে সমর্থন করছে বলেও উল্লেখ করেছে সংগঠনটি।
হামাসের সিনিয়র মুখপাত্র সামি আবু জুহরি বলেছেন, “আমেরিকার এ সিদ্ধান্তের কারণে হামাস তার জাতীয় দায়িত্ব পালন থেকে বিরত থাকবে না এবং ফিলিস্তিনের জনগণকে রক্ষা ও ফিলিস্তিনি ভূমিকে মুক্ত করার সংগ্রাম থেকে সরে আসবে না।”
মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তর হামাসের তিন নেতা ইয়াহিয়া সিনওয়ার, রাওহি মুস্তাফা এবং কমান্ডার মুহাম্মাদ দেইফকে আন্তর্জাতিক সন্ত্রাসী হিসেবে ঘোষণা করেছে। এর মধ্যে সিনওয়ার ও মুস্তাফাকে ২০১২ সালে হামাসের রাজনৈতিক শাখার নেতা মনেনানীত করা হয়েছিল। ২০১১ সালে ইসরাইলি সেনা গিলাদ শালিতের বিনিময়ে ইসরাইলের কারাগার থেকে যেসব ফিলিস্তিনি বন্দীকে মুক্ত করা হয় তার মধ্যে এ দু নেতা ছিলেন।
এদিকে, মার্কিন এ সিদ্ধান্তকে হামাস নেতাদের হত্যার ক্ষেত্রে ইহুদিবাদী ইসরাইলের জন্য সবুজ সংকেত বলে মন্তব্য করেছে গাজাভিত্তিক ইসলামি জিহাদ আন্দোলন। সূত্র: রেডিও তেহরান
১০ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/সৈকত/এমএস