শনিবার, ০৩ অক্টোবর, ২০১৫, ০৮:১২:২৮

এঞ্জেলা মার্কেল কি শান্তিতে নোবেল পাচ্ছেন?

এঞ্জেলা মার্কেল কি শান্তিতে নোবেল পাচ্ছেন?

আন্তর্জাতিক ডেস্ক : জার্মান চ্যান্সেল এঞ্জেলা মার্কেল কি এ বছর নোবেল শান্তি পুরস্কার পাচ্ছেন! যুদ্ধ ও মৃত্যুর হুমকি থেকে পালিয়ে আসা শরণার্থীদর আশ্রয় দেয়ার ক্ষেত্রে সাহসী ভূমিকা রাখার জন্য তিনি এই পুরস্কার পেতে পারেন।

দেশটির একটি প্রভাবশালী একটি দৈনিক শুক্রবার এমন ইঙ্গিতই দিয়েছে। পত্রিকাটি বলেছে, এ বছর নোবেল শান্তি পুরস্কার পাওয়ার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে মার্কেলের।

নরওয়ের শান্তি গবেষণা ইন্সটিটিউটের পরিচালক এবং শান্তি পুরস্কারের বিষয়ে শীর্ষস্থানীয় বিশ্লেষক ক্রিসটিয়ান বার্গ হারপবিকেন তার প্রকাশিত সংক্ষিপ্ত তালিকায় এঞ্জেলা মার্কেল এবার শান্তি পুরস্কার পেতে পারেন বলে পূর্বাভাস দেয়ার একদিন পর বিল্ড এই খবর প্রকাশ করে।

বৃহস্পতিবার অসলোতে এক সংবাদ সম্মেলনে হারপবিকেন সুনির্দিষ্ট করে কারও নাম উল্লেখ না করলেও মন্তব্য করেন যে, বিশ্বব্যাপী উদ্বাস্তু সমস্যার বিষয়টি এবছর নোবেল শান্তি পুরস্কার কমিটির মনোযোগ আকৃষ্ট করতে পারে।

তিনি বলেন, এঞ্জেলা মার্কেল হলেন একমাত্র ব্যক্তি যিনি ইউরোপের অন্যান্য নেতাদের বিরোধিতা এমনকি দেশে তার মিত্রদের মধ্যে বিদ্রোহ থাকার পরও এককভাবে নৈতিকভাব নেতৃত্ব গ্রহণ করেছেন নিজের অবস্থানে অবিচলিত থেকেছেন।

জার্মানি চলতি বছর আরও এক লাখ উদ্বাস্তু গ্রহণ করবে বলে আশা করছে। আর স্থানীয় কর্তৃপক্ষের বেশিরভাগ লোকের আপত্তি সত্তেও মার্কেল বলেছেন, আমরা এটা সামলে নেবো।

এদিকে উদ্বাস্তু বিষয়ক নীতির কারণেই দেশে মার্কেলের জনপ্রিয়তা কমে গেছে এবং তিনি শীর্ষস্থান থেকে চতুর্থ স্থানে নেমে গেছেন। সূত্র: দৈনিক বিল্ড
০৩ অক্টোবর ২০১৫/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে