আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের অরেগন অঙ্গরাজ্যের একটি কলেজে এক বন্দুকধারীর গুলিতে অন্তত নয় জন নিহত হবার পর দেশে বন্দুক হাতে রাখার অধিকার নিয়ে আবার বিতর্ক শুরু হয়েছে।
আমেরিকায় একের পর এক হত্যাকাণ্ডর জন্য আগ্নেয়াস্ত্রের সহজলভ্যটাকে অনেকে দায়ী করে।
প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, আগ্নেয়াস্ত্রের উপর নিয়ন্ত্রণ জরুরী হয়ে পরেছে। কিন্তু আমেরিকার সব নাগরিকের আগ্নেয়াস্ত্র কেনা এবং ব্যবহারের সাংবিধানিক অধিকার রয়েছে।
এ কারণে, বিশেষ করে রক্ষণশীল নাগরিকরা আগ্নেয়াস্ত্রের উপর কোন সরকারী নিয়ন্ত্রণ সমর্থন করে না।
আগ্নেয়াস্ত্র বিরোধীরা বলেন, আমেরিকা সন্ত্রাস-বিরোধী অভিযানে কোটি কোটি ডলার খরচ করে।
অথচ সন্ত্রাসী হামলায় যত না মার্কিন নাগরিক মারা যায়, তার চেয়ে অনেক বেশি মারা যায় দেশের ভেতরে বন্দুকধারীদের হাতে। সূত্র: বিবিসি
০৩ অক্টোবর ২০১৫/এমটিনিউজ২৪/সৈকত/এমএস