আন্তর্জাতিক ডেস্ক : পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী সুশীল কৈরালা। শুক্রবার পার্লামেন্টে তিনি জানিয়েছেন, তিনি রাষ্ট্রপতি রাম বরণ যাদবের কাছে পদত্যাগপত্র জমা দিতে যাচ্ছেন।
সুশীল কৈরালা বলেন, তিনি চান, অন্য কেউ তার দায়িত্ব গ্রহণ করুক।
সম্ভবত কমিউনিস্ট পার্টি অব নেপালের (ইউনিফাইড মার্কিস্ট-লেনিনিস্ট) চেয়ারম্যান খাড়গা প্রাসাদ শর্মা নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। তবে তিনি আরো বেশি ভারত-বিরোধী হিসেবে পরিচিত।
সম্প্রতি নতুন সংবিধান গ্রহণ করেছে নেপাল। এতে দেশটিকে হিন্দু রাজতন্ত্র থেকে ধর্মনিরপেক্ষ গণতন্ত্রী করা হয়েছে। বামবরনের পর কৈরালা রাষ্ট্রপতি হবেন বলে ধারণা করা হচ্ছে।
২০১৪ সালের ১০ ফেব্রুয়ারি নেপালি কংগ্রেসের সভাপতি কৈরালা প্রধানমন্ত্রী হয়েছিলেন। ২০১৪ সালের মার্চে তিনি জানিয়েছিলেন, নতুন সংবিধান ঘোষণার পরপরই তিনি পদত্যাগ করবেন।
নতুন সংবিধান নিয়ে নেপালে বর্তমানে উত্তেজনা চলছে। ভারতীয় বংশোদ্ভূত দুটি গ্রুপ আরো অধিকার আদায়ের জন্য বিক্ষোভ শুরু করলে ভারত নেপালে জ্বালানিসহ সব পণ্য সরবরাহ অঘোষিতভাবে বন্ধ করে দিয়েছে। এতে ভারতবিরোধী উত্তেজনা আরেক দফা ছড়িয়ে পড়েছে।
৩ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম