শনিবার, ০৩ অক্টোবর, ২০১৫, ০৫:২২:৩১

১৩০ মাইল বেগে ধেয়ে আসছে ‘জোয়াকিন’

১৩০ মাইল বেগে ধেয়ে আসছে  ‘জোয়াকিন’

আন্তর্জাতিক ডেস্ক: ধেয়ে আসছে হারিকেন ‘জোয়াকিন’। মূল ঝড়টি এখন বিপজ্জনক চার ক্যাটাগরির ঝড়ে পরিণত হয়েছে। বৃহস্পতিবার থেকেই এই ঝড়টি গুরছিল কিন্তু পরবর্তীতে এটি বাহামা হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলের দিকেই ধেয়ে আসছে বলে জানা যায়।

যুক্তরাষ্ট্রের জাতীয় হারিকেন গবেষণা কেন্দ্র (এনএইচসি) জানায়, হারিকেনের কেন্দ্রস্থলে ঘণ্টায় সর্বোচ্চ ১৩০ মাইল বেগে ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে এবং আগামী ২৪ ঘন্টায় এটি আরও শক্তিশালী হতে পারে।

গ্রীনিচ সময় ১টায় আবহাওয়ার বুলেটিনে এনএইচসি জানায়, হারিকেন জোয়াকিন বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ মধ্য বাহামা বা এর কাছাকাছি অগ্রসর হবে এবং শুক্রবার নাগাদ বাহামার উত্তর-পশ্চিমাঞ্চল বা এর কাছাকাছি এলাকা অতিক্রম করবে। এটি বর্তমানে ঘণ্টায় পাঁচ মাইল বেগে অগ্রসর হচ্ছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, হারিকেনের আঘাতে প্রাণহানির আশংকা রয়েছে এবং এর ফলে উপকূলীয় এলাকাগুলোতে বন্যা দেখা দিতে পারে। কিউবা প্রশাসন দক্ষিণ-পূর্বাঞ্চলে গ্রীষ্মকালীন ঝড়ের সতর্কতা জারি করেছে। নিউইয়র্কেও জরুরি প্রস্তুতি নেয়াও হচ্ছে।

হোয়াইট হাউস সূত্রে খবর, প্রেসিডেন্ট বারাক ওবামাকে গোটা ঘটনা সম্পর্কে অবহিত করা হয়েছে। বাহামার স্কুলে ছুটি ঘোষণা করে দেওয়া হয়েছে। বেশ কিছু বিমানের ফ্লাইট বাতিল করা হয়েছে এবং জনপ্রিয় পর্যটন কেন্দ্রমুখী বেশ কিছু প্রমোদতরীর যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে।
০৩ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে