আন্তর্জাতিক ডেস্ক: শহরের পাশেই একটি পাহাড়ে ধস মৃত্যু হল অন্তত ২৫ জনের। এখনও নিখোঁজ রয়েছেন শতাধিক। তৎপরতার সঙ্গে কাজ শুরু করেছে উদ্ধারকারী দল। ধস নামায় মাটির নিছে চাপা পড়ে গিয়েছে আশেপাশের বাড়ি-ঘর।
আমেরিকার গুয়াতেমালা শহরে প্রবল বৃষ্টির কারণেই এই ঘটনা ঘটেছে। বৃষ্টিতে মাটি আলগা হয়ে প্রচুর গাছ ধসে পড়ে সানটা ক্যাটারিনা পিনুলা উপত্যকা এলাকায়। গভীর রাতে এই ঘটনা ঘটে। সেইসময় অনেকেই বাড়িতে ঘুমোচ্ছিলেন। তাই মৃতের সংখ্যা ক্রমশ বাড়ছে। দেওয়াল কিংবা বাড়ির আসবাবের তলা থেকে দেহ উদ্ধার করছে উদ্ধারকারী দল। ভেঙে পড়েছে বহু গাছ। তার তলাতেও চাপা পড়েছেন অনেকে।
ডিজাস্টার এজেন্সি CONRED -এর তরফ থেকে এক সাংবাদ সম্মেলনে বলা হয়েছে প্রায় ১২৫ টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনও ৬০০ মানুষ নিখোঁজ বলে অনুমান করা হচ্ছে। এখন পর্যন্ত ২৫ টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
সাম্প্রতিককালে মধ্য আমেরিকায় এটাই সবথেকে বড়সড় ধস বলে জানা যাচ্ছে। এর আগে ২০০৫ সালের অক্টোবরে প্রবল বৃষ্টিতে ধস নামে গুয়াতেমালায়। শতাধিক মানুষের মৃত্যু হয়েছিল। কিছু দেহ উদ্ধার করাই সম্ভব হয়নি।
০৩ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/