বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৫, ০২:৪৬:৩০

অপরাধের শাস্তি বই কেনা ও পড়া

অপরাধের শাস্তি বই কেনা ও পড়া

আন্তর্জাতিক ডেস্ক : জেল জরিমানার শাস্তি বদলে অপরাধীদের বাধ্যতামূলক বই কেনা ও পড়ার শাস্তি দিচ্ছেন ইরানের এক বিচারক। তার আদালতে আসা অপরাধীদের পাঁচটি করে বই কিনতে হবে।

শুধু বই কিনলেই হবে না তা পড়া হয়েছে কিনা তার প্রমাণ হিসেবে বই গুলি সম্পর্কে সংক্ষেপে লিখে তা বিচারকের কাছে জমাও দিতে হবে। তাতে হাদিস থেকে শিক্ষণীয় বানীও উল্লেখ করতে হবে।

বই গুলো পড়া হয়ে গেলে তা স্থানীয় কারাগারে দান করতে হবে। মূলত প্রথমবারের অপরাধ, লঘু অপরাধ ও অল্পবয়সীদের ক্ষেত্রে এই সাজা দেয়া হচ্ছে।

বিচারক কাশেম নাকিজাদেহ বলেছেন, কারাদন্ডের মানসিক ও শারীরিক প্রভাব পড়ে ব্যক্তি ও তার পরিবারের উপরে। যা থেকে মুক্তি খুব কঠিন।

তিনি বলেন, সহজ ভাষায় লেখা বই ও বিজ্ঞানভিত্তিক বই কিনতে তাদের উৎসাহিত করা হয়।

কারাগারে দান করা বইগুলোও কাজে আসে কারণ বই পড়ার অভ্যাস তৈরি হলে কারাবন্দীরা ঝগড়া বিবাদে কম জড়ায়।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ বলছে ইরানে কাছাকাছি সময়ে নতুন একটি আইনের আওতায় বিচারকরা বিকল্প সাজার ব্যবস্থা করতে পারেন। সূত্র: বিবিসি
১০ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে