শনিবার, ০৩ অক্টোবর, ২০১৫, ১০:৪৬:১০

‘আজ হোক বা কাল, ভারতকে এই প্রস্তাব মানতেই হবে’

‘আজ হোক বা কাল, ভারতকে এই প্রস্তাব মানতেই হবে’

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের প্রধানমন্ত্রী নেওয়াজ শরিফ মনে করেন ভারতকে তার দেওয়া ‘বাস্তবসম্মত’ ও ‘যুক্তিযোগ্য’ প্রস্তাব গ্রহণ করতে হবে। ভারত একদিন তার এই প্রস্তাবের কথা মনে করবে এবং সেদিনই নেওয়াজের সেই প্রস্তাব মেনে নিবে।
 
শরিফ অভিযোগ করেন, পাকিস্তানে বিভিন্ন জঙ্গি-কার্যকলাপের সঙ্গে যুক্ত রয়েছে ভারত। সেই সংক্রান্ত প্রমাণ তাদের হাতে রয়েছে। তার দাবি, সেই প্রমাণ তিনি সদ্যসমাপ্ত ভারতের সাধারণ সভায় পেশও করেছেন।

পাকিস্তানে ফেরার পথে শরিফ জানান, ভারতের সামনে তিনি যে প্রস্তাব রেখেছেন তাতে বলা আছে, পাকিস্তানের বিরুদ্ধে এই ছায়া-যুদ্ধ বন্ধ করতে হবে। পাশাপাশি, কাশ্মীর প্রসঙ্গে নয়াদিল্লিকে চার-দফা শান্তি প্রস্তাব দেওয়া হয়েছে বলেও জানান তিনি। বলেন, পাকিস্তান স্রেফ ‘বাস্তবসম্মত’ ও ‘যুক্তিযোগ্য’ প্রস্তাবই পেশ করেছে।

কি আছে ওই প্রস্তাবে? এমন প্রশ্নের উত্তরে শরিফ জানান, ওই প্রস্তাবের মধ্যে কাশ্মীর থেকে পুরোপুরি সেনা-প্রত্যাহার ও সিয়াচেন থেকে নিঃশর্ত ও পারস্পরিক সেনা প্রত্যাহারকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তার মতে উভয় দেশকেই ভারসাম্য বজায় রেখে গত ৭০ বছরের প্রতিকূলতাকে ভেঙে এগোতে হবে।

কিন্তু, ভারত কি তার এই প্রস্তাবে সাড়া দেবে? প্রশ্নের জবাবে পাক প্রধানমন্ত্রী জানান, আজ হোক বা কাল, ভারতকে তার দেওয়া প্রস্তাবে সাড়া দিয়েই দ্বিপাক্ষিক আলোচনার রাস্তায় ফিরে আসতে হবে। কারণ তার এই প্রস্তাব ‘বাস্তবসম্মত’ ও ‘যুক্তিযোগ্য’ বলে তিনি মনে করেন।

এদিকে, পাক সেনাপ্রধান রাহিল শরিফ জানিয়ে দেন যে কাশ্মীর হল ভারত-পাক দেশভাগের এক অসম্পূর্ণ অধ্যায়। তার মতে, এই বিষয়টির নিষ্পত্তি করতে আন্তর্জাতিক মহলের এগিয়ে আসা দরকার, কারণ এর সঙ্গে গোটা অঞ্চলের শান্তির প্রশ্নটি জড়িত। একইসঙ্গে, তিনি ভারতকে পাকিস্তানের অভ্যন্তরীণ ইস্যুতে (পাক-অধিকৃত কাশ্মীরের আইনশৃঙ্খলার পরিস্থিতি) হস্তক্ষেপ করার বিরুদ্ধে হুঁশিয়ার করেছেন।
০৩ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে