আন্তর্জাতিক ডেস্ক : মাত্র চার বছরের মেয়ে। পর্দা করা তার জন্য কতটা জরুরি? এই ছোট্ট মেয়েটি পর্দার বাইরে থাকলে তাতে কী-ইবা ক্ষতি! কোনো উত্তর নেই। মাথা থেকে ওড়না সরে যাওয়ার অপরাধে মেয়েটির বাবা তাকে আছড়ে মেরে ফেলল। এমন পাষণ্ড বাবার জন্য ঘৃণা ছাড়া আর কি থাকতে পারে!
শনিবার উত্তর প্রদেশের বারেলিতে এই নৃশংসতম ঘটনার জন্ম হয়। চার বছরের ছোট্ট মেয়ে ফারহিন বাড়িতে তার মায়ের সঙ্গে বসে দুপুরের খাবার খাচ্ছিল। এমন সময় সেখানে আসে তার বাবা জাফর শেখ। তখন ফারহিনের মাথা থেকে অসাবধানতাবশত ওড়না খুলে পড়েছিল। আর তাতেই চরম শাস্তি পেল ফারহিন।
ফারহিনের মা পুলিশের কাছে অভিযোগে বলেছেন, মাথা থেকে ওড়না পড়ে যাওয়ার অপরাধে ফারহিনকে তার বাবা জাফর ধরে আছাড় দিতে থাকে। কয়েকবার আছাড় দেওয়ার পর নিথর হয়ে যায় ফারহিন। ততক্ষণে তার দেহ থেকে প্রাণ চলে গেছে।
জাফর তার স্ত্রীকে বলে, ফারহিনের মৃতদেহ বাড়িতে কোথাও পুতে দিতে। তিনি তাতে রাজি হননি এবং জাফরের কোনো শাসানি তাকে আটকাতে পারেনি। তিনি প্রতিবেশীদের কাছে ঘটনাটি বলেন। এ ছাড়া যখন জাফর ছোট্ট ফারহিনকে আছড়ে হত্যা করে, সেই দৃশ্য পরিবারের সবাই দেখেছে।
ফারহিনের মায়ের অভিযোগের ভিত্তিতে তার পাষণ্ড বাবাকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার তদন্ত চলছে। বিষয়টি ভারতীয় গণমাধ্যমে তোলপাড় সৃষ্টি করে।-সূত্র-জিনিউজ
৪ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এস.এ.সুমন/একে