 
                                        
                                        
                                       
                                        
                                             
                                                                                    
আন্তর্জাতিক ডেস্ক : কাশ্মীরের এক সেনা ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় পর ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনার প্রেক্ষাপটে চীনা প্রধানমন্ত্রী লি কেকিয়াং বলেছেন, কাশ্মীর ইস্যুতে ইসলামাবাদের অবস্থানকে অত্যন্ত গুরুত্ব দিয়ে থাকে বেইজিং। পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সাথে নিউ ইয়র্কে বৈঠকের পর তিনি এ সমর্থন ব্যক্ত করেন।
বুধবার চীনা প্রেসিডেন্ট এসব কথা বলেন পলে রেডিও পাকিস্তানের বরাত দিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে পাকিস্তানের এক্সপ্রেস ট্রিবিউন।
চীনা প্রধানমন্ত্রী বলেন, পাকিস্তানের অবস্থান সমর্থন করে চীন এবং প্রতিটি ফোরামে পাকিস্তানকে সমর্থন করে যাবে। তিনি বলেন, তার দেশ ভারত ও পাকিস্তানের মধ্যকার সর্বশেষ অচলাবস্থা নিরসনে সহায়তা করতে পারে।
ভারতের সাথে পাকিস্তানের উত্তেজনার কথা উল্লেখ করে কেকিয়াং বলেন, পাকিস্তান সন্ত্রাসবাদের শিকার। তিনি আশা করেন, ভারত ও পাকিস্তান তাদের মধ্যকার দূরত্ব আর বাড়াবে না।
অধিকৃত কাশ্মীর উপত্যাকায় ভারতীয় নৃশংসতার বিরুদ্ধে চীনা অবস্থানকে সমর্থন করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। তিনি বলেন, পাকিস্তান সব ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে থেকেছে এবং থাকবে।
চীন-পাকিস্তানকে 'আয়রন-ব্রাদার্স' হিসেবে অভিহিত করে নওয়াজ শরিফ বলেন, এই দুই দেশের মধ্যকার সম্পর্ক এখন নতুন দিকে মোড় নিয়েছে। পরমাণু সরবরাহ গ্রুপে পাকিস্তানের অবস্থান উপলব্ধি করার জন্য তিনি চীনা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
২২ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম