শুক্রবার, ০৯ জানুয়ারী, ২০২৬, ১০:২৪:০৫

আমার আন্তর্জাতিক আইনের প্রয়োজন নেই : ডোনাল্ড ট্রাম্প

আমার আন্তর্জাতিক আইনের প্রয়োজন নেই : ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : ভেনেজুয়েলায় সাম্প্রতিক উত্তেজনার মধ্যেই আন্তর্জাতিক আইন মানার প্রয়োজন নেই, এমন দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, বিশ্বজুড়ে তার নেওয়া নীতিগুলো নিয়ন্ত্রণে নিজস্ব নৈতিকতাই যথেষ্ট বলে তিনি মনে করেন।

ট্রাম্প বলেন, আমার আন্তর্জাতিক আইনের প্রয়োজন নেই। আমি মানুষকে আঘাত করতে চাই না।

আন্তর্জাতিক আইন মেনে চলা উচিত কি না, এমন প্রশ্ন করা হয় তখন তিনি বলেন, এটি নির্ভর করে আপনি আন্তর্জাতিক আইনের সংজ্ঞা কীভাবে দিচ্ছেন তার ওপর।

এ মন্তব্য আসে এমন এক সময়ে, যখন মার্কিন প্রশাসন সম্প্রতি ভেনেজুয়েলায় সেনাবাহিনীর অভিযান চালিয়েছে। গত শনিবার ভোরে দেশটির রাজধানী কারাকাসসহ বিভিন্ন সামরিক ঘাঁটিতে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ওই অভিযানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে নেওয়া হয়েছে।

সমালোচকদের দাবি, এটি জাতিসংঘ সনদের স্পষ্ট লঙ্ঘন। জাতিসংঘ সনদে বলা আছে, কোনো রাষ্ট্র অন্য রাষ্ট্রের আঞ্চলিক অখণ্ডতা বা রাজনৈতিক স্বাধীনতার বিরুদ্ধে বল প্রয়োগ বা হামলার হুমকি দিতে পারে না এবং এমন কর্মকাণ্ডে জড়ানো উচিত নয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে