 
                                        
                                        
                                       
                                        
                                             
                                                                                    
আন্তর্জাতিক ডেস্ক : কাশ্মিরে ভারতীয় সেনাঘাঁটিতে হামলার পরে দেশে, দেশের বাইরে প্রবল নিন্দার মুখে পাকিস্তান। অভিযোগ, সন্ত্রাসবাদকে মদত দিচ্ছে তারা। এবার পাক রাজনীতিবিদদের সমালোচনায় মুখর হয়েছেন পাকিস্তানের প্রধান বিচারপতি আনওয়ার জাহির জামালি।
একটি সাক্ষৎকারে তিনি বলেছেন, ‘ব্যক্তিগত স্বার্থে পাকিস্তানের কয়েকজন রাজনীতিবিদ সন্ত্রাসবাদকে প্রশ্রয় দিচ্ছেন। এটা খুবই দুর্ভাগ্যজনক। শুধু সন্ত্রাসবাদীই নয়, নিজেদের প্রয়োজনে ধর্মীয় দলগুলোকেও ব্যবহার করছেন তাঁরা। এই আঁতাতটা সবচেয়ে বিপজ্জনক। এটা ভাঙতে হবে।’
সন্ত্রাসবাদের বিষ পাকিস্তানকেও ছেয়ে ফেলেছে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে আরও বেশি নিরাপত্তা দেওয়ার জন্য পাকিস্তানী সরকারের কাছে আবেদন করেছেন জামালি। এদিকে চাপের মুখে কিছুটা হলেও চিন্তায় পড়েছেন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। তারই ঘনিষ্ঠ এক উচ্চপদস্থ আমলা এই দাবি করেছেন বলে জানিয়েছে পাকিস্তানের একটি জাতীয় চ্যানেল।
ওই আমলার বক্তব্য, জাতিসংঘের বক্তৃতায় কাশ্মীরের অশান্তির জন্য নরেন্দ্র মোদির সরকারের তীব্র সমালোচনা করার প্রস্তুতি নিয়েছিলেন নওয়াজ। কিন্তু কাশ্মিরে হামলায় ১৮ জন ভারতীয় সেনার মৃত্যুর পরে ছবিটা একবারেই বদলে গেছে। ঘরে বাইরে কোণঠাসা পাকিস্তান। তাদের একঘরে করতে উদ্যোগী ভারত।
মার্কিন যুক্তরাষ্ট্রও পাকিস্তানকে ‘সন্ত্রাসবাদের মদতদাতা’ ঘোষণা করতে বিল আনছে। এই পরিস্থিতিতে বক্তৃতায় কী বলা উচিত আর কী বলা উচিত নয়, সেটা বুঝে নিতে পাকিস্তানী সেনাকর্তা রাহিল শরিফের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেছেন নওয়াজ শরীফ। -ইন্ডিয়া টুডে
২৩ সেপ্টেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি
 
  
                             
                                    
                 
  
                             
                                    
                 
  
                             
                                    
                 
  
                             
                                    
                