ফ্লিপকার্টের রিপাবলিক ডে সেল ২০২৬ শুরু হতে চলেছে আগামী ১৭ জানুয়ারি। সেল শুরুর আগেই জানা গিয়েছে যে, ফ্লিপকার্টের আসন্ন এই সেলে আইফোন ১৭- র দাম কমতে চলেছে অবিশ্বাস্য ভাবে।
প্রায় ৮০০০ টাকা দাম কমতে চলেছে আইফোন ১৭ মডেলের বেস ভ্যারিয়েন্টের। ৫টি রঙে কেনা যাবে আইফোন ১৭ মডেল। জানা গিয়েছে, আইফোন ১৭ ফ্লিপকার্টের আসন্ন রিপাবলিক ডে সেলে কেনা যাবে ৭৪,৯৯০ টাকায়। প্রসঙ্গত উল্লেখ্য, এই ফোন লঞ্চ হয়েছিল ৮২,৯০০ টাকায়। অতএব দাম কমতে চলেছে ৭৯১০ টাকা।
এই বিপুল পরিমাণ ছাড়ের সঙ্গে থাকবে অতিরিক্ত এক্সচেঞ্জ বোনাস, ব্যাঙ্ক ডিসকাউন্টও। আপাতত ফ্লিপকার্ট থেকে ল্যাভেন্ডার, মিস্ট ব্লু, সেজ গ্রিন, হোয়াইট অ্যান্ড ব্ল্যাক - এই ৫টি শেডে কেনা যাবে আইফোন ১৭।
আইফোন ১৭- র বেস মডেল ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশন যুক্ত। এই ফোনটিই ফ্লিপকার্ট থেকে কেনা যাবে বিপুল ডিসকাউন্টে। ২০২৫ সাল অর্থাৎ গত বছর সেপ্টেম্বর মাসে এই ফোন লঞ্চ হয়েছিল।
এই ফোনে রয়েছে ৬.৩ ইঞ্চির Super Retina XDR OLED ডিসপ্লে, এর রিফ্রেশ রেট ১২০ হার্টজ পর্যন্ত। এই ডিসপ্লের উপর রয়েছে Ceramic Shield 2 প্রোটেকশন লেয়ার। আইফোন ১৭ মডেল IP68 রেটিং যুক্ত dust and water resistance ডিভাইস।
আইফোন ১৭ মডেলে রয়েছে অ্যাপেলের এ১৯ চিপসেট। ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে এই ফোনে। সেখানে ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি শুটার রয়েছে। এর সঙ্গে রয়েছে ৪৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা সেনসর। এছাড়াও এই ফোনের ডিসপ্লের উপর ১৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর রয়েছে।
ফ্লিপকার্টের আসন্ন রিপাবলিক ডে সেল ২০২৬- এর ক্ষেত্রে ফ্লিপকার্ট ব্ল্যাক এবং ফ্লিপকার্ট প্লাস সাবস্ক্রাইবাররা ২৪ ঘণ্টা আগে থেকে কেনাকাটার সুযোগ পাবে। ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাবেন ১০ শতাংশ। এছাড়াও এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে easy EMI অপশন পাবেন ক্রেতারা। ফ্লিপকার্টের তরফেও দেওয়া হবে ১৫ শতাংশ ইনস্ট্যান্ট ডিসকাউন্ট। এইচডিএফসি ছাড়াও বিভিন্ন ব্যাঙ্কের ক্রেডিট এবং ডেবিট কার্ডে এই ছাড় পাওয়া যাবে। গত বছর সেপ্টেম্বর মাসে লঞ্চ হয়েছে আইফোন ১৭ সিরিজ। এই সিরিজের মধ্যে লঞ্চ হয়েছে আইফোন ১৭, আইফোন ১৭ প্রো, আইফোন ১৭ প্রো ম্যাক্স এবং একদম নতুন আইফোন ১৭ এয়ার মডেল।
আইফোন ১৭ এয়ার সবচেয়ে পাতলা আইফোন মডেল। ফোনটি চওড়ায় মাত্র ৫.৬ মিলিমিটার। ওজন মাত্র ১৬৫ গ্রাম। ৮০ শতাংশ রিসাইকেলড টাইটেনিয়াম দিয়ে তৈরি এই ফোনটি। এই ফোনের ডিসপ্লে ৬.৫ ইঞ্চির এবং ফোনের উভয় দিকেই রয়েছে প্রো-সেরামিক শিল্ড। এর ফলে ফোন ভাঙার সম্ভাবনা কম।
প্রযুক্তি (Technology) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে