আন্তর্জাতিক ডেস্ক : ভারতের আক্রমণের আশঙ্কায় পাকিস্তান যুদ্ধের প্রস্তুতি শুরু হরেছে! দেশটির সাংবাদিক হামিদ মীরের দাবি, বৃহস্পতিবার রাত ১০.২০ থেকে ইসলামাবাদের আকাশে চক্কর দিতে শুরু করেছে এফ ১৬ যুদ্ধ বিমান!
চারটি এফ ১৬ কে উড়তে দেখা গিয়েছে বলে দাবি জিও নিউজের সম্পাদক হামিদ মীরের! এর জেরে আতঙ্কে বাড়ি ছেড়ে বেরিয়ে পড়েন বাসিন্দারা।
এবিপি আনন্দের সঙ্গে কথা বলতে গিয়ে হামিদ মির জানান, ইসলামাবাদের কাছে মোটোরওয়ে সড়কে দুপুরে যুদ্ধ বিমানের অবতরণের খবর পাওয়া গিয়েছিল। অফিস থেকে বাড়ি ফিরে তিনি আকাশে চারটি যুদ্ধবিমানকে উড়তে দেখেন। এই যুদ্ধবিমানগুলি তীব্র আওয়াজ করে উড়ছিল। সেগুলি প্রায় চার-পাঁচবার চক্কর কাটে।
এরপরই হামিদ মীর পাকিস্তানের সেনা আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করেন। সেনা আধিকারিকরা জানান, আতঙ্কিত হওয়ার কিছু নেই। এটা মহড়া মাত্র।
পাকিস্তানের অন্য একটি চ্যানেল ARY নিউজের দাবি, এটা পাকিস্তানের রুটিন মহড়া।
উল্লেখ্য, ১৯৮৩ সালে আমেরিকা পাকিস্তানকে এফ ১৬ যুদ্ধ বিমান দেয়।এখন পাকিস্তানের হাতে ৭৬টি এফ ১৬ রয়েছে।
প্রেসিডেন্ট হাউস,সংসদ ভবন, সুপ্রিম কোর্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি ভবন রয়েছে ইসলামাবাদে। সে কারণেই আকাশপথে এফ ১৬ মোতায়েন করে পাকিস্তানের এই প্রস্তুতি হতে পারে।
পাকিস্তানের অত্যাধুনিক এফ ১৬–এর মোকাবিলায় ভারতের হাতে আছে, সুখোই,মিরাজ, মিগ ২৯ এবং দেশিয় প্রযুক্তিতে তৈরি তেজস।কার্গিল যুদ্ধেও মিরাজ বিমান ব্যবহার করেছিল ভারত।
২৩ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম