আন্তর্জাতিক ডেস্ক : ‘ভারতের দাদাগিরি মনোভাব বন্ধ করা দরকার” ফিকি আয়োজিত একটি বানিজ্য সন্মেলনে এভাবেই দেশি বিদেশি প্রতিনিধিদের সামনে ভারতের বিরুদ্ধে এ কী বলে বসলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার।
ভারতের সংবাদসংস্থা এএনআই সূত্রে এই খবর পাওয়া গিয়েছে, দেশীয় রাজনীতিতে যতই শত্রুতা মিত্রতা থাকুক না কেন, বিদেশি অতিথিদের সামনে কী করে ‘ভারতের দাদাগিরি’ শব্দটি ব্যবহার করলেন মানিক সরকার, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে।
বৃহস্পতিবার ফিকির ওই অনুষ্ঠানে হাজির হয়ে মানিক সরকার বলেন, দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলির সঙ্গে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলির যোগাযোগ বৃদ্ধি পেলে, আর্থিক ও বানিজ্যিক সমৃদ্ধি হবে। কিন্তু, এইসব অঞ্চলে ভারতের ‘দাদাগিরি’ মনোভাব বন্ধ করতে হবে বলে মন্তব্য করেন তিনি।
রাশিয়া, জাপান, মায়ানমার, নেপাল, ভুটান, বাংলাদেশ সহ অন্য রাষ্ট্রের প্রতিনিধিদের সামনে কী করে মানিক সরকর ভারত সম্পর্কে ওই মন্তব্য করলেন, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ভারতের রাজনৈতিক মহলে। ইতিমধ্যে বিজেপির যুব মোর্চা রাজপথে নেমে পড়েছে মানিক সরকারের বিরুদ্ধে।
এমনিতেই যখন কাশ্মিরের উরি হামলার পর থেকে তোলপাড় হিয়ে যাচ্ছে গোটা দেশ। পাকিস্তানের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে বলে দাবি করছেন ভারতের সাধারণ মানুষ। সেই অনুযায়ী পাকিস্তানের বিরুদ্ধে কীভাবে কড়া পদক্ষেপ নেওয়া যায়, তা নিয়ে ৩ বাহিনীর প্রধানের সঙ্গে ইতিমধ্যেই বৈঠক সেরেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ঠিক সেই সময় মানিক সরকার কী করে ওই ধরনের মন্তব্য করলেন, তা নিয়ে অবাক রাজনৈতিক মহল। বিজেপির পাশাপাশি মানিক সরকারের ওই মন্তব্যের পর পরই প্রতিবাদ করে তৃণমূল কংগ্রেস।
২৪ সেপ্টেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি