 
                                        
                                        
                                       
                                        
                                             
                                                                                    
আন্তর্জাতিক ডেস্ক : ফের তিন বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠকে বসলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ ২৪ সেপ্টেম্বর শনিবারে লোক কল্যান মার্গে মোদির বাসভবনে বৈঠকে বসলেন আর্মি, নৌ এবং বিমানবাহিনী তিন প্রধানের সাথে। উরি হামলার পরবর্তী পদক্ষেপ নিয়ে ছক কষতেই এই বৈঠক বলে মনে করা হচ্ছে। তিন প্রধান ছাড়াও এ বৈঠকে ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল।
দেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনার পাশাপাশি, উরি হামলায় ভারতের প্রত্যুত্তর দেয়ার বিষয়েও কথা হয় এদিনের বৈঠকে। শনিবার বিকেলেও কোঝিকোড়ে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উরি হামলার পর এই প্রথম বক্তব্য রাখতে চলেছেন তিনি। এদিন তাই তার কাছ থেকে বড় কোনো সিদ্ধান্তের কথা শোনার আশা করছে ভারতবাসী।
গত রবিবার উরি হামলার পরই প্রধানমন্ত্রী বলেছিলেন, হামলাকারীরা কেউ নিস্তার পাবে না। এরপর একাধিক বৈঠকে বসেন তিনি। প্রথমে বৈঠক হয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে। পরে গত ২০ সেপ্টেম্বর সাউথ ব্লকের ওয়ার রুমে টানা প্রায় ২ ঘণ্টা বৈঠক করেন প্রধানমন্ত্রী৷ তার সঙ্গে সেই বৈঠকে হাজির হয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, সেনা প্রধান দলবীর সিংহ সুহাগ, বিমানবাহিনীর প্রধান অরূপ রাহা ও নৌবাহিনীর প্রধান সুনীল লাম্বা।
জানা গেছে, যুদ্ধের সময় সাউথ ব্লকের এই ঘরটিকেই কন্ট্রোল রুম হিসেবে ব্যবহার করা হয় সেনাবাহিনীর পক্ষ থেকে। সূত্রে খবর, ওয়ার রুমে মোদির সামনেই বালির নকশা বানিয়ে দেখানো হয় কী ভাবে হামলা করা যেতে পারে পাক জঙ্গি ঘাঁটিতে। উরি হামলায় শহিদ হয়েছেন ২০ জন ভারতীয় জওয়ান। এরপর থেকে বদলা নেয়ার জন্য চাপ বাড়ছে সরকারের উপর।-কলকাতা২৪
২৪ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/শান্ত/মো:শাই