আন্তর্জাতিক ডেস্ক : কেরালায় গিয়ে পাকিস্তানকে তীব্র ভাষায় আক্রমণ করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উরির সেনাঘাঁটিতে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর এটাই মোদির প্রথম প্রকাশ্য সভা।
শুনুন তিনি কী বলছেন---
# উরির ঘটনার প্রেক্ষাপটে প্রতিবেশী দেশকে কাঠগড়ায় তুলে প্রধানমন্ত্রী বলেছেন,
# সন্ত্রাসবাদ মানেই পাকিস্তান।
# পাকিস্তান সন্ত্রাস রপ্তানি করে।
# বিশ্বের যেখানেই সন্ত্রাস, সেখানেই নাম ওঠে পাকিস্তানের।
# ওসামা বিন লাদেনকেও আশ্রয় দিয়েছিল পাকিস্তান।
# এশিয়াতে ওরাই একমাত্র দেশ যারা সন্ত্রাসে মদত দেয়।
# বিশ্বজুড়ে রক্ত ঝরাচ্ছে একটাই দেশ।
# উরিতে জওয়ানদের মৃত্যু কখনই ভুলব না।
# ভারত তার জওয়ানদের নিয়ে গর্বিত।
# সম্প্রতি ১১০ জন জঙ্গিকে মেরেছে সেনারা।
# সন্ত্রাসবাদীদের লেখা ভাষণ পাঠ করছেন, নাম না করে নওয়াজ শরিফকে কটাক্ষ।
# সন্ত্রাসের সামনে কখনই মাথা নত করেনি, করবেও না ভারত।
# এশিয়ার যেখানেই কোনো দেশ সন্ত্রাসের শিকার হচ্ছে, তারা দুষছে একটিই দেশকে।
# এশিয়ার সব দেশ ২১ শতককে এশিয়াক ২১ শতক বানিয়ে তুলতে বদ্ধপরিকর, ব্যতিক্রম একটিই দেশ।
# আগে নিজের এলাকা সামলান, আগে বালুচিস্তান, গিলগিট সামলান, তারপর কাশ্মীর নিয়ে কথা বলবেন, শরিফকে বার্তা।
# গরিবি, বেকারি দূর করার লড়াইয়ে নামুন ভারতের সঙ্গে। দেখা যাক, কে আগে গরিবি, বেকারি ঘোচাতে পারে, ভারত না পাকিস্তান। চ্যালেঞ্জ করছি।-এবিপি আনন্দ
২৪ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/শান্ত/মো:শাই