আন্তর্জাতিক ডেস্ক: এত দিন পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে চিঠির মাধ্যমে, ইমেল পাঠিয়ে অথবা টুইটারে টুইট করে যোগাযোগ করা যেত। এবার থেকে ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমেও যোগাযোগ করা যাবে বিশ্বের সর্বোচ্চ ক্ষমতাধর এই মানুষটির সাথে! ফেসবুক হোয়াইট হাউজের জন্য মেসেজিং প্ল্যাটফর্মে নতুন চ্যাট বুট চালু করেছে। এতে মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়াও বিশ্বের অন্যান্য দেশের মানুষ চাইলেই বারাক ওবামাকে মেসেজ পাঠাতে পারবেন। হোয়াইট হাউস থেকে এই কথা জানা গিয়েছে।
এ ব্যাপারে একটি অনলাইন পোস্টে হোয়াইট হাউসের প্রধান ডিজিটাল অফিসার জেসন গোল্ডম্যান জানান, ওবামা দিনে হাতে লেখা বা ইমেইলের ১০টি করে চিঠি পড়েন। এখন ফেসবুক মেসেজও এর অংশ হতে যাচ্ছে। বন্ধুদের মেসেজ পাঠানোর মতোই হোয়াইট হাউসের ফেসবুক পেজে গিয়ে মেসেজ আইকনে হিট করে ওবামার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। একটি মেসেঞ্জার বক্স উঠে আসার পর ‘লেটস গো!’-তে ক্লিক করতে হবে ইউজারদের। একটি মেসেজে তখন জিজ্ঞাসা করা হবে- “দারুণ! এখন, আপনি প্রেসিডেন্ট ওবামাকে কী বলতে চান?” মেসেঞ্জার বুটটি এরপর ইউজারকে তার মেসেজ চেক করতে বলে মার্কিন যুক্তরাষ্ট্রের ঠিকানা চাইবে।-কলকাতা২৪
২৪ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস