শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৬, ০৯:১৫:১৭

উরি-হামলার পরে পাকিস্তানকে ‘ওপেন চ্যালেঞ্জ’ মোদীর

উরি-হামলার পরে পাকিস্তানকে ‘ওপেন চ্যালেঞ্জ’ মোদীর

আন্তর্জাতিক ডেস্ক: উরি হামলার পরে প্রথম জনসভায় পাকিস্তানকে কড়া ভাষায় আক্রমণ করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাকিস্তানকে ছেড়ে কথা বললেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নাম না করে পাকিস্তান প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে আক্রমণ করেন ভারতের প্রধানমন্ত্রী।

এদিন  কোঝিকোড়ে বসেছিল বিজেপি-র জাতীয় কর্মসমিতির বৈঠক। আর সেই বৈঠকে প্রধানমন্ত্রী কড়া ভাষায় আক্রমণ করেন পাকিস্তানকে।  মোদী বললেন, এশিয়ায় একটি এমন দেশ রয়েছে, যার জন্য গোটা এশিয়ায় রক্ত ঝরছে। সন্ত্রাসবাদীদের হাতে খুন হচ্ছেন সাধারণ নিরীহ মানুষ। এশিয়ায় সন্ত্রাসের ঘটনা ঘটলেই সবাই সেই দেশের দিকেই আঙুল তুলছে।

ওসামা বিন লাদেনের মতো সন্ত্রাসবাদীকেও আশ্রয় দিয়েছিল এই একটাই দেশ। মোদী সরাসরি আক্রমণ করলেন পাকিস্তানকে। মোদী বললেন, একটা দেশ সন্ত্রাসবাদকে কেবল প্রশ্রয় দিয়ে যাচ্ছে। পাক জঙ্গিদের আক্রমণে ১৮ জনের মৃত্যু হয়েছে উরিতে। উরি হামলার এই ঘটনা কোনওদিনই ভুলবে না দেশ। 

মোদী বললেন, দেশকে বাঁচানোর জন্য সেনারা নিজেদের জীবন দিয়েছে। জওয়ানদের এই আত্মত্যাগকে শ্রদ্ধা জানাই। মোদী বললেন, পাকিস্তানের জনগণের সঙ্গে সরাসরি কথা বলব এই মঞ্চ থেকে। 

মোদী আরও বললেন, না হিন্দুস্তান ঝুকা হ্যয়, না হিন্দুস্তান ঝুকে গা। সন্ত্রাসবাদকে নিকেশ করেই ছাড়বে হিন্দুস্তান।মোদী বললেন, সন্ত্রাসবাদ মানবতার বড় শত্রু। গোটা বিশ্বের মানবতাবাদীদের সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে জোট বেঁধে লড়াই করতে হবে।

মোদী বললেন, পাকিস্তান সন্ত্রাসবাদ রপ্তানি করছে। আমরা সফটওয়্যার রপ্তানি করছি। মোদী বললেন, একদিন পাকিস্তানের মানুষরাই পাকিস্তানকে ত্যাগ করবে। পাকিস্তানের মানুষ আন্দোলনে নামবে। একদিন গোটা বিশ্ব পাকিস্তানের পাশ থেকে সরে দাঁড়াবে। ভারত এমন একটা দেশ যে সবঅর্থেই দুর্নীতিমুক্ত।  

মোদী বললেন, উরি হামলায় যে সব সেনারা প্রাণ হারিয়েছে, তাঁদের আত্মত্যাগ বিফলে যাবে না। ভারত কোনওদিনই সন্ত্রাসের কাছে মাথা নওয়াবে না। মোদী বললেন, অশিক্ষার অন্ধকার হঠাতে হবে। পাকিস্তান তো নিজের এলাকাই সামলাতে পারছে না। গিলগিট, বালোচিস্তানকে সামলাতে পারছে না পাকিস্তান। তাহলে কীভাবে কাশ্মীরকে সামলাবে ওরা? এবেলা

২৪ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/ইসলাম/নাঈম/

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে