আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন হুমকি থেকে আত্মরক্ষা করার একমাত্র কৌশল হলো পরমাণু অস্ত্র। এমনটাই বললো উত্তর কোরিয়া। পঞ্চম পরমাণু অস্ত্র পরীক্ষা চালানোর সপ্তাহ দুয়েক পর এই হুঁশিয়ারি দিলেন উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রি ইয়ং-হো। কলকাতা২৪-এর এক প্রতিবেদনে এ খবর জানা যায়।
শুক্রবার জাতিসংঘের সদর দফতরে ৭১তম সাধারণ পরিষদের অধিবেশনে বক্তৃতা দিতে গিয়ে ইয়ং-হো বলেন, ‘আমাদের দেশ পরমাণু অস্ত্রধর দেশে পরিণত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। উত্তর কোরিয়ার সঙ্গে শত্রুতা রয়েছে এমন একটি দেশের কাছে যখন পরমাণু অস্ত্র রয়েছে তখন আত্মরক্ষার একমাত্র কৌশল হচ্ছে নিজেকে পরমাণু অস্ত্রে সজ্জিত করা।’
গত ৯ সেপ্টেম্বর নিজেদের পঞ্চম পরমাণু বোমার পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়া এ পরীক্ষাকে সর্ববৃহৎ পরমাণু অস্ত্রের পরীক্ষা বলে অভিহিত করে। এ ছাড়া, চলতি বছর বিভিন্ন পাল্লার ২০টির বেশি ক্ষেপণাস্ত্রেরও সফল পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া।
জাতিসংঘে দেয়া বক্তৃতায় উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী তার দেশের পরমাণু অস্ত্র পরীক্ষাকে আমেরিকার বিরুদ্ধে ‘বাস্তব পাল্টা পদক্ষেপ’ হিসেবে অভিহিত করেন। এ ছাড়া, এসব পরীক্ষাকে তিনি উত্তর কোরিয়ার ক্ষমতাসীন দল ও জনগণের ‘সবচেয়ে শক্তিশালী আকাঙ্ক্ষা’র প্রতিফলন বলেও মন্তব্য করেন।
২৪ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/শান্ত/মো:শাই