 
                                        
                                        
                                       
                                        
                                             
                                                                                    
আন্তর্জাতিক ডেস্ক : প্রত্যাশামতোই কেরালার কোঝিকোড়ে বিজেপির সভা থেকে পাকিস্তানকে কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সঙ্গে বললেন, উরির ১৮ জন শহিদকে ভুলবে না দেশ।
শনিবার সন্ধ্যায় মোদি বলেন,
১. একবিংশ শতক এশিয়ার শতক বলে মনে করেন অনেকে। কিন্তু এশিয়ার একটি দেশ তা হতে দিতে চায় না। তারা গোটা এশিয়ায় হিংসা ছড়াতে চায়।
২. পাকিস্তানিদের কাছে তার প্রশ্ন, স্বাধীনতার ৭০ বছর পর ভারত যখন সফটওয়্যার রফতানি করছে তখন পাকিস্তান তখন সন্ত্রাসবাদী রফতানি করছে।
৩. পাকিস্তানের নাগরিকদের প্রধানমন্ত্রী বলেন, তাদের বোকা বানাচ্ছেন পাকিস্তানের নেতৃত্ব।
৪. ভারতের সেনা ১১০ টি সন্ত্রাসবাদীকে মেরেছে। ১৭টি জঙ্গি হামলা রুখে দিয়েছে। সেজন্য গোটা দেশ গর্ব অনুভব করে।
৫. পাক অধিকৃত গিলগিট, পূর্ব পাকিস্তান বা সিন্ধু ও বালুচিস্তান সামলাতে পারে না, এসেছে কাশ্মীর চাইতে।
৬. উরিতে ১৮ জন জওয়ানের বলিদান ব্যর্থ যাবে না।
৭. পাকিস্তানের যুবাদের কাছে আমার চ্যালেঞ্জ, চলুন দারিদ্রের বিরুদ্ধে লড়াই করি, অশিক্ষার বিরুদ্ধে লড়াই করি। দেখি কারা জেতে।
৮. দিল্লিতে এখন যে সরকার রয়েছে তারা পাকিস্তানের সঙ্গে ১০০০ বছর লড়তে তৈরি।
৯. পাকিস্তানকে গোটা বিশ্বে একঘরে করব। পাকিস্তানিদের সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে বাধ্য করব।
১০. পাকিস্তানের শাসকরা এখন সন্ত্রাসবাদীদের লেখা ভাষণ পড়ে শোনান।
২৫ সেপ্টেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি