রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৬, ০৩:১০:০৪

পাকিস্তানী শিল্পীদের পাশে দাঁড়ালেন আন্না হাজারে

পাকিস্তানী শিল্পীদের পাশে দাঁড়ালেন আন্না হাজারে

আন্তর্জাতিক ডেস্ক : দুই দেশের মধ্যে বিবাদ যতোই থাকুক না কেন সেই বিষয়ে শিল্প এবং শিল্পীদের জড়ানো ঠিক নয়। এমনই মনে করেন ভারতের সমাজকর্মী আন্না হাজারে। কাশ্মীরে সেনা ছাউনিতে জঙ্গি হামলা নিয়ে পাকিস্তান বিরোধী ক্ষোভে উত্তপ্ত গোটা ভারত।

এহেন পরিস্থিতিতে ভারতে থাকা পাকিস্তানের অভিনেতা-অভিনেত্রীসহ অন্যান্য শিল্পীদের স্বদেশে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছিল মহারাষ্ট্র নবনির্মাণ সেনা(এমএনএস)। সেই পরিপ্রেক্ষিতে শনিবার এমএনএসের উদ্দেশ্যে আন্না হাজারে বলেছেন, “যুদ্ধ এবং শিল্পকে এক করে দেখা ঠিক নয়”।

শুক্রবার ভারতে থাকা পাকিস্তানের সব শিল্পীদের দেশ ছেড়ে যাওয়ার হুমকি দিয়েছিলেন এমএনএস প্রধান অমিয় খোপকার। শুধু তাই নয় বেধে দিয়েছিলেন ৪৮ ঘণ্টার সময়সীমা। নির্ধারিত সময়ে পাকিস্তান শিল্পীরা দেশ ছেড়ে না গেলে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের হুমকিও দিয়েছিলেন তিনি।
২৫ সেপ্টেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে