রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৬, ০৮:৩৬:৫৭

বাগদাদে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত ১১

বাগদাদে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের বাগদাদে তিনটি আত্মঘাতী বিস্ফোরণ। নিহত ১১ জন নিরাপত্তাকর্মী। আহত ৩৪ জন। এদের মধ্যে ১১ জনের অবস্থা অতি সংকটজনক। শনিবার সকালে একটি চেক পয়েন্টে বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে ঢুকে পড়ে একদল জঙ্গি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তাদের হাতে ছিল অত্যাধুনিক রাইফেল, গ্রেনেড এবং মর্টার। তিনটি আত্মঘাতী বিস্ফোরণ ঘটায় তারা। সঙ্গে চলে গুলিবর্ষণ। তারপরে করে পালিয়ে যায় তারা। একজনকেও জীবন্ত গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এখনও পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি কোনও সন্ত্রাসবাদী গোষ্ঠী। তবে সন্দেহের তীর আইএসের দিকে। ‌
২৫ সেপ্টেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে