রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬, ০৯:২৪:২৫

তিন বন্ধুর যৌথ উদ্যোগে তৈরি এই নতুন স্মার্টফোন Click Communicator

তিন বন্ধুর যৌথ উদ্যোগে তৈরি এই নতুন স্মার্টফোন Click Communicator

আন্তর্জাতিক ডেস্ক : স্মার্টফোনে অতিরিক্ত স্ক্রলিং ও টাচস্ক্রিন নির্ভরতা কমানোর লক্ষ্য নিয়ে বাজারে আসতে চলেছে এক ব্যতিক্রমী ডিভাইস। তিন বন্ধুর যৌথ উদ্যোগে তৈরি এই নতুন ধরনের স্মার্টফোনটির নাম **Click Communicator**। ইতোমধ্যে ডিভাইসটির প্রি-বুকিং শুরু হয়েছে, যা প্রযুক্তিপ্রেমীদের মধ্যে বেশ কৌতূহল সৃষ্টি করেছে।

বর্তমান সময়ে স্মার্টফোনে অতিরিক্ত সময় কাটানো একটি বড় সামাজিক সমস্যায় পরিণত হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনবরত স্ক্রলিং কিংবা মোবাইল গেমে আসক্তি—সব মিলিয়ে মানুষের দৈনন্দিন জীবনযাত্রায় প্রভাব ফেলছে এই অভ্যাস। এই পরিস্থিতি বদলানোর ভাবনা থেকেই ভিন্নধর্মী একটি স্মার্টফোন ডিজাইন করেছেন তিন তরুণ উদ্যোক্তা।

নতুন এই স্মার্টফোনটি মূলত **কি-প্যাডভিত্তিক**, যা ব্যবহারকারীদের টাচস্ক্রিনের ওপর নির্ভরতা কমাতে সাহায্য করবে। নির্মাতাদের দাবি, যারা দীর্ঘ সময় স্ক্রিনে টাইপ করতে করতে ক্লান্ত হয়ে পড়েছেন, তাদের জন্য Click Communicator হতে পারে একটি কার্যকর বিকল্প। ফোনটিতে প্রয়োজনীয় কাজের পাশাপাশি সীমিতভাবে সোশ্যাল মিডিয়া ব্যবহারের সুযোগও থাকছে।

এই ডিভাইসটির সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো এর **বিশেষ কি-প্যাড**, যা প্রয়োজনে **ট্র্যাকপ্যাডে রূপান্তর করা যায়**। এর ফলে ব্যবহারকারী স্ক্রিনে আঙুল না ছুঁয়েই কনটেন্ট স্ক্রল করতে পারবেন। শুধু স্ক্রলিং নয়, আরও কিছু বেসিক অপারেশনও এই পদ্ধতিতে করা সম্ভব হবে।

প্রযুক্তিগত দিক থেকে Click Communicator বেশ শক্তিশালী। এতে থাকছে **৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা**, আধুনিক **টাইপ-সি চার্জিং পোর্ট** এবং সর্বশেষ **Android 16 অপারেটিং সিস্টেম**। নির্মাতাদের পক্ষ থেকে জানানো হয়েছে, চলতি বছরের শুরুতেই ফোনটি বাজারে আসতে পারে।

ডিজাইনের ক্ষেত্রে ফোনটি অনেকটাই ক্লাসিক ধাঁচের। বিশেষ করে পুরনো **BlackBerry** ফোনের সঙ্গে এর নকশাগত মিল লক্ষ্য করা যায়। যারা দীর্ঘদিন ধরে আইফোন বা পিক্সেল ফোন ব্যবহার করে একঘেয়েমি অনুভব করছেন, তাদের জন্য Click Communicator হতে পারে ভিন্ন স্বাদের একটি বিকল্প স্মার্টফোন।

বর্তমানে এই কি-প্যাডযুক্ত স্মার্টফোনটির **প্রি-বুকিং মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০০ মার্কিন ডলার**, যা ভারতীয় মুদ্রায় প্রায় **৪৫ হাজার ১৩৫ টাকা**। আগাম বুকিংয়ের মাধ্যমেই প্রথম পর্যায়ে ফোনটি সংগ্রহ করা যাবে বলে জানা গেছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে