রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৬, ০৯:১৭:৫৬

জেনে নিন, বিভিন্ন দেশের বিপক্ষে ভারতের যুদ্ধের ইতিহাস

জেনে নিন, বিভিন্ন দেশের বিপক্ষে ভারতের যুদ্ধের ইতিহাস

আন্তর্জাতিক ডেস্ক: ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের উরি সেনাঘাঁটিতে সন্ত্রাসী হামলার ঘটনায় পাকিস্তানকে সঠিক জবাব দেওয়ার দাবি উঠেছে। হামলার পর থেকেই দুই দেশের সীমান্তে উত্তেজনা বিরাজ করছে।  দুদেশ ফের যুদ্ধে জড়িয়ে পড়বে কিনা এখনই তা বলার সময় আসেনি।

তবে স্বাধীনতার পর রণাঙ্গনে যতবার দেখা হয়েছে ততবারই ভারতীয় সেনার কাছে হেরেছে পাক সেনা। স্বাধীনতার পর থেকেই ভারতীয় সেনাকে কয়েকবার যুদ্ধে নামতে হয়েছে।

ভারত-পাকিস্তান যুদ্ধ, ১৯৪৭
ভারতের স্বাধীনতার বয়স তখন মাত্র দু-মাস। জম্মু-কাশ্মীরে ঢুকে পড়ল পাক মিলিশিয়া। কিছুদিন লড়াইয়ের পর অবস্থা কঠিন বুঝে রাজা হরি সিং ভারতের শরণাপন্ন হলেন। সই হল চুক্তি। এরপরই সম্মুখ সমরে নেমে পড়ে ভারতীয় এবং পাক সেনা। পরে জাতিসংঘের হস্তক্ষেপে ঘোষিত হয় যুদ্ধবিরতি। যুদ্ধবিরতির সময় সুবিধাজনক অবস্থায় ছিল ভারতীয় সেনা। ১৯৪৯-এ জাতিসংঘের যুদ্ধবিরতি রেখা, ১৯৭২-এ সিমলা চুক্তির পরনিয়ন্ত্রণ রেখায় পরিণত হয়। কাশ্মিরের এক-তৃতীয়াংশ ভূখণ্ড চলে যায় পাকিস্তানের কব্জায়।

ভারত-চীন যুদ্ধ, ১৯৬২
সীমান্ত নিয়ে বিবাদ দীর্ঘদিনের। তার ওপর দলাই লামাকে আশ্রয় প্রদান। বাষট্টিতে ভারত আক্রমণ করে চীন। লাদাখ, অরুণাচলে ঢুকে পড়ে লাল ফৌজ। পরে চীন যুদ্ধবিরতি ঘোষণা করে সেনা সরিয়ে নিলেও এই যুদ্ধের হতাশাজনক পরিণতির জন্য নেহরুর ফরোয়ার্ড পলিসিকে দায়ী করেন অনেক। বাষট্টির যুদ্ধে ধাক্কা খায় ভারতীয় সেনা। এক মাসের লড়াইয়ে আকসাই চীনের দখল নেয় লাল ফৌজ।

ভারত-পাকিস্তান যুদ্ধ, ১৯৬৫
তখন ঠাণ্ডা যুদ্ধের আমল। কাশ্মিরে অনুপ্রবেশের চেষ্টায় অপারেশন জিব্রাল্টারের পরিকল্পনা করে পাক সেনা। জবাবে পশ্চিম পাকিস্তানে হানা দেয় ভারতীয় বাহিনী। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটাই ছিল সবচেয়ে বড় লড়াই। ভারতীয় ট্যাঙ্ক, গোলন্দাজ বাহিনীর আক্রমণে নাস্তানাবুদ হয় পাক সেনা। সোভিয়েত ইউনিয়ন এবং আমেরিকার হস্তক্ষেপে ঘোষিত হয় যুদ্ধবিরতি। তাসখন্দ চুক্তি সই করে ভারত-পাকিস্তান। যুদ্ধ বিরতির সময় পাক সেনার চেয়ে অনেক সুবিধাজনক জায়গায় ছিল ভারতীয় সেনা।

ভারত-চীন যুদ্ধ, ১৯৬৭
সিকিমের নাথু লা এবং চো লা-য় ঢুকে পড়ে চীনা সেনা। ভারতীয় সেনার প্রত্যাঘাতে দশ দিনের মধ্যেই পলায়ন। সিকিম থেকে পিছু হঠে চীন। পরে সিকিম ভারতের অন্তর্ভুক্ত হয়। সিকিমকে ভারতের অঙ্গরাজ্য বলে মেনে নেয় চীন।

কার্গিল যুদ্ধ, ১৯৯৯
জম্মু-কাশ্মিরের কার্গিলে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে অনুপ্রবেশকারীদের সঙ্গেই ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়ে পাক সেনা। পরমাণু শক্তিধর দুই দেশ এই প্রথম জড়িয়ে পড়ে সীমিত যুদ্ধে। শুরু হয় অপারেশন বিজয়। ভারতীয় সেনার পরাক্রমে আবার নিয়ন্ত্রণ রেখায় ফিরে যেতে বাধ্য হয় পাক সেনা। বিদেশি হানাদারদের হাত থেকে দখল-মুক্ত হয় কার্গিল। সূত্র : জি নিউজ।
২৫ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে