বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৫, ০৬:০৪:১২

এবার উট কোরবানি দিতে পারবেন না হাজীরা

এবার উট কোরবানি দিতে পারবেন না হাজীরা

আন্তর্জাতিক ডেস্ক : মিডল ইস্ট রেসপিরেটরি সিনড্রম (মার্স) ভাইরাসের কারণে এবার হজে উট কোরবানি দিতে পারবেন না হাজীরা।  সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় এ নিষেধাজ্ঞা আরোপ করেছে।  

বৃহস্পতিবার এ তথ্য দিয়েছে সৌদি সংবাদমাধ্যম আরব নিউজ।

প্রতিবেদনে বলা হয়েছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ফয়সাল আল জাহরানি জানিয়েছেন, ঈদুল আজহায় সৌদি আরবে উট কোরবানি দেয়া যাবে না। মক্কায় বসবাসরত মিয়ানমারের মুসলমানদেরও এ নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে।  কারণ ঐতিহ্যগতভাবে তারা প্রতিবছর উটই কোরবানি দিয়ে থাকেন।

তিনি জানান, হাজীরা যাতে উট কোরবানি না দেন, সে ব্যাপারে সৌদি আরবের প্রধান মুফতি শেখ আবদুল আজিজ আল আশেইখ ফতোয়া দিয়েছেন।  গরু অথবা দুম্বা কোরবানি দিতে পারবেন হাজীরা।

মদিনার সমন্বয় কাউন্সিলের কর্মকর্তা আবদুল রহমান আবদুল করিম জানিয়েছেন, উট কোরবানির নিষেধাজ্ঞার ব্যাপারে তার জানা নেই।  বেশ কয়েকজন উট ব্যবসায়ী এবার মার্স ভাইরাসের কারণে উটের পরিবর্তে ভেড়া ও গরু কিনেছেন।

এর আগে সৌদি কৃষি মন্ত্রণালয় জানিয়েছিল, দেশটিতে যে ২ লাখ ৩৩ হাজার উট রয়েছে, তার মধ্যে ৭ হাজার ৭০০ মার্স ভাইরাসে আক্রান্ত।

সৌদি আরবে প্রথম মার্স ভাইরাসের অস্তিত্ব ধরা পড়ে ২০১২ সালে।  বিজ্ঞানীরা উটের দেহে এ ভাইরাসের অস্তিত্ব খুঁজে পান।  এ পর্যন্ত সৌদি আরবে মার্স ভাইরাসে ১ হাজার ২২৫ জন আক্রান্ত হয়েছেন।  এদের মধ্যে ৫২১ জন মারা গেছেন।  ৬৩৩ জন সুস্থ হয়েছেন।  ৭১ জন এখনো চিকিৎসাধীন রয়েছেন বলে জানান তিনি।
১০ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে