রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৬, ০৪:৫৩:৪১

বিশ্বের প্রথম পুরোপুরি মিসাইল প্রুফ দেশ হওয়ার পথে ভারত

বিশ্বের প্রথম পুরোপুরি মিসাইল প্রুফ দেশ হওয়ার পথে ভারত

আন্তর্জাতিক ডেস্ক : সেই সময় আসতে আর বেশি দেরি নেই৷ যখন পাকিস্তান ভারতকে পরমাণু হামলার হুমকি দেয়ার আগে হাজারবার ভাববে৷ সেই দিন আসতেও বেশি দেরি নেই যেদিন ভারতের সঙ্গে অস্ত্র প্রতিযোগিতায় নামার সাহসও দেখাতে পারবে না চীন৷ কারণ খুব শীঘ্রই সম্ভবত বিশ্বের প্রথম পুরোপুরি মিসাইল প্রুফ দেশ হতে চলেছে ভারত৷ সূত্রের খবর, একবিংশ শতাব্দীর সব থেকে উন্নতমানের মিসাইল ধ্বংসকারী অস্ত্র তৈরিতে মনোনিবেশ করেছেন ভারতীয় বিজ্ঞানীরা৷ যাতে প্রাথমিকভাবে সাফল্যও এসেছে৷ মিসাইল বিধ্বংসী এই অস্ত্রের নাম রাখা হয়েছে ‘কালী৷’

বৈজ্ঞানিক ভাষায় এই অস্ত্রের পুরো নাম ‘কিলো অ্যাম্পায়র লিনিয়র ইনজেক্টর৷’ যাকে সংক্ষেপে বলা হচ্ছে ‘কালী’৷ কোনো দেশ ভারতের দিকে তাক করে কোনো মিসাইল হামলা চালালে তা দেশের সীমান্তে প্রবেশের আগে মাঝপথেই ধ্বংস করে দেবে ‘কালী’৷ এক নয় একাধিক মিসাইল একইসঙ্গে ধ্বংস করে দিতে সক্ষম সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে তৈরি এই অস্ত্র৷ এই মিসাইল বিধ্বংসী অস্ত্রের মধ্যে রিলেটিভিস্টিক ইলেক্ট্রনস বিমস প্রযুক্তিকে ব্যবহার করা হচ্ছে৷ যা যে কোনো মিসাইলের গতিপথকে মুহূর্তের মধ্যে ট্রাক করতে পারবে৷ মিসাইল লোকেট হওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই তা ধ্বংস করে দিতে সক্ষম হবে ‘কালী’৷

বিজ্ঞানীরা বলছেন, ইলেক্ট্রিকাল মাইক্রোওয়েভের মাধ্যমে মিসাইল ধ্বংস করবে ‘কালী’৷ প্রতিটি মাইক্রোওয়েভ জিগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ বহন করবে (এক জিগাওয়াট অর্থাৎ একহাজার মিলিয়ন ওয়াট বিদ্যুৎ)৷ শুধুমাত্র মিসাইল নয় শত্রুপক্ষের যে কোনোধরণের যুদ্ধবিমানকে মাঝআকাশে ধ্বংস করে দেবে কালী থেকে নির্গত মাইক্রোওয়েভ৷ ভারতীয় বিজ্ঞানীরা বলছেন, যে কোনো লেজার অস্ত্র থেকেও বেশি ক্ষমতাসম্পন্ন হতে চলেছে ‘কালী’৷ সূত্রের আরো খবর এই মাইক্রোওয়েভ প্রযুক্তিকে কাজে লাগিয়ে ভবিষ্যতে মাইক্রোওয়েভ গান তৈরি করার কথাও ভাবা হচ্ছে৷

বিখ্যাত গ্রিক বিজ্ঞানী আর্কিমিডিসের কথা মনে করিয়ে দিচ্ছে ভারতের এই প্রযুক্তি৷ বিজ্ঞানীরা বলছেন, আর্কিমিডিস যেভাবে সূর্যের আলোকে ব্যবহার করে একটি রোমান যুদ্ধজাহাজে আগুন ধরিয়ে দিয়েছিলেন৷ কালীর প্রযুক্তি অনেকটাই সেই ধরণের৷ এক্ষেত্রে সূর্যের আলো নয় বিদ্যুৎকে কাজে লাগানো হবে৷

জানা গিয়েছে ১৯৮৫ সালে এমন একটি মিসাইল ধ্বংসকারী অস্ত্র তৈরির পরিকল্পনা করেছিলেন তৎকালীন বিএআরসি (BHABHA ATOMIC RESARCH CENTER) ডিরেক্টর আর চিদম্বরম৷ পরিকল্পনার ঠিক চারবছর পরেই এই অস্ত্র তৈরির কাজ শুরু করেন ভারতীয় বিজ্ঞানীরা৷ সূত্রের খবর আর চিদম্বরমের স্বপ্ন সফল হতে চলেছে৷

ইতিমধ্যেই প্রাথমিক পরীক্ষায় ‘কালী’ সফল হয়েছে বলে সূত্রের খবর৷ ২০১২ সালে সিয়াচেনে প্রাথমিক টেস্ট করা হয়েছিল৷ এই টেস্টের কারণে সিয়াচেন সংল্গন পাকিস্তান সীমান্ত এলাকায় একটি ধসের সৃষ্টি হয়৷ যে ধসে ১৩৫ জন পাক সেনার মৃত্যু হয়েছিল বলে দাবি করে পাক সংবাদ মাধ্যম৷ পাক সংবাদ মাধ্যমের আরো দাবি ছিল ভারতীয় বিজ্ঞানীদের তৈরি ইলেক্ট্রন ঘাতক রশ্মির জেরেই সিয়াচেনে ওই মারণধস নেমেছিল৷ ভারতীয় সেনা সূত্রে জানা গিয়েছে একই ধরণের প্রযুক্তি তৈরি করার চেষ্টা করেছিল মার্কিন যুক্তরাষ্ট্রও৷ কিন্তু মার্কিনি বিজ্ঞানীরা সাফল্যের মুখ দেখতে পাননি৷ অন্যদিকে ভারত এই প্রযুক্তি তৈরিতে একেবারে সাফল্যের দোরগোড়ায় বলে বলে জানা যায়৷-কলকাতা২৪
২৫ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/শান্ত/মো:শাই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে