রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৬, ০৫:০৪:২৫

ভারতে গ্রেফতার পাকিস্তানি জঙ্গিদের দুই গাইড

ভারতে গ্রেফতার পাকিস্তানি জঙ্গিদের দুই গাইড

অান্তর্জাতিক ডেস্ক : উরিতে গ্রেফতার হলো দুই পাকিস্তান নাগরিক। এরা দু’জনই জয়েশের জঙ্গিদের গাইড ছিল বলে জানা গিয়েছে। নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন জামুন পোস্টের কাছ থেকে এদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা পাকিস্তান অধিকৃত কাশ্মীরের নাগরিক বলে জানা গিয়েছে।

উরির সেনা ছাউনিতে জঙ্গি হামলার পর পরই এই দু’জনকে গ্রেফতার করা হলো। সেনাবাহিনী জানিয়েছে, ওই দুজন জঙ্গি সংগঠন জয়েশ-ই-মুহাম্মদের হয়ে কাজ করে। উরি সেক্টরে নিয়ন্ত্রণ রেখা বরাবর অনুপ্রবেশকারী জঙ্গিদের ‘গাইড’ করাই তাদের কাজ।

সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল রাজেশ কালিয়া জানিয়েছেন, গত বুধবার বিএসএফ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ওই দুজনকে গ্রেফতার করা হয়। জেরায় জানা গিয়েছে, গ্রেফতারকৃতরা পাকিস্তান অধিকৃত কাশ্মীরের পোঠ্ঠা জাহাঙ্গির ও খালিয়ানা খালানের বাসিন্দা। তাদের নাম এহসান খুরশিদ ও ফয়জল হোসেন আওয়ান। জানা গিয়েছে, দু’জনকে দুবছর আগে নিয়োগ করেছিল জয়েশ। উরি সেক্টরে নিয়ন্ত্রণ রেখা দিয়ে অনুপ্রবেশকারী জঙ্গিদের পথপ্রদর্শক হিসেবে কাজ করছিল তারা। গ্রেফতারকৃতদের জেরা করে প্রাপ্ত তথ্য সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থাগুলিকে দেয়া হচ্ছে।
২৫ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/শান্ত/মো:শাই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে