 
                                        
                                        
                                       
                                        
                                             
                                                                                    
আন্তর্জাতিক ডেস্ক : ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই মাকিন যুক্তরাষ্ট্রে ফের বন্দুকধারীদের হামলা। ওয়াশিংটনের পর এবার বাল্টিমোর। অন্যদিকে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে বিস্ফোরণ। দুটি ঘটনাতেই গুরুতর আহত বেশ কয়েকজন।
মার্কিন যুক্তরাষ্ট্রের মারিল্যান্ডের বাল্টিমোর। স্থানীয় সময় শনিবার রাত সাড়ে ৮টা দিকে একটি অনুষ্ঠান চলাকালীন হঠাৎই বেপরোয়াভাবে গুলি চালাতে শুরু করে বন্দুক হাতে তিন যুবক। এ ঘটনায় তিন বছরের শিশু-সহ ৮ জন গুলিবিদ্ধ হয়েছে। আতঙ্কে হুড়োহুড়ি আহত হয়েছেন বেশ কয়েকজন। ভিড়ে মিশে সেখান থেকে পালিয়ে যায় দুষ্কৃতীরা। আততায়ীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
বাল্টিমোরে যখন গুলি চালনার ঘটনা ঘটছে, তখন রক্ত ঝরল হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টেও। পুলিশ সূত্রে খবর, শনিবার রাত দশটা নাগাদ বুদাপেস্টের একটি দোকানে জোরাল বিস্ফোরণে আহত হলেন বেশ কয়েকজন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, দোকান কিংবা সংলগ্ন কোনো জায়গা থেকে গ্যাস লিক করে এই বিস্ফোরণ।
বাল্টিমোর ও বুদাপেস্টে যখন জোড়া হামলা তখন শুক্রবার রাতের ওয়াশিংটনের বার্লিংটনে শপিং মলে বন্দুকধারীদের হামলায় ঘটনায় এক সন্দেহভাজনকে গ্রেফতার করল পুলিশ। বার্লিংটনের কাসকেড শপিং মলে বন্দুকধারীদের হামলায় ৫ জনের মৃত্যু হয়। গুরুতর জখম হন আরো কয়েকজন।
২৫ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/শান্ত/মো:শাই