সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৬, ১২:৫৮:২৩

১০ বছরে ১ লাখ ১১ হাজার হাতি কমেছে

১০ বছরে ১ লাখ ১১ হাজার হাতি কমেছে

আন্তর্জাতিক ডেস্ক : আফ্রিকায় গত ১০ বছরে হাতির সংখ্যা কমেছে এক লাখ ১১ হাজার। বর্তমানে মহাদেশটিতে হাতি রয়েছে চার লাখ। আফ্রিকান এলিফ্যান্ট স্ট্যাটাস রিপোর্ট নামক গবেষণা প্রতিবেদনে হাতির সংখ্যা হ্রাসের এই পরিসংখ্যান তুলে ধরা হয়েছে।

হাতির মল গণনা করে আর প্রত্যক্ষদর্শীদের হিসাব বিবেচনা করে এই পরিসংখ্যান তৈরি করা হয়েছে।

সম্প্রতি হাতি রক্ষা শীর্ষক আন্তর্জাতিক এক সম্মেলনে এই প্রতিবেদনটি উপস্থাপন করা হয়।

গবেষণা প্রতিবেদনে হাতি হ্রাসের প্রবণতাকে 'আশঙ্কাজনক'  উল্লেখ করে বলা হয়েছে, গত ২৫ বছরের মধ্যে বর্তমানে হাতির জন্যে সবচেয়ে খারাপ পরিস্থিতি বিরাজ করছে। নির্বিচার শিকার ও বসতি ধ্বংসের কারণে হাতির সংখ্যা কমে যাচ্ছে।
 
প্রতিবেদনে বলা হয়, হাতির মূল্যবান দাঁতের জন্যে প্রতি বছর আফ্রিকাতে ৩০ থেকে ৪০ হাজার হাতির শিকার করা হয়।

সংঘবদ্ধ অপরাধী চক্র এই হাতির দাঁতের ব্যবসা করে থাকে। এই হারে হাতি শিকার অব্যাহত থাকলে আফ্রিকায় আর কতো দিন হাতি থাকবে সেটা নিয়ে সংশয় প্রকাশ করেছেন গবেষকরা।

এর আগে গত এপ্রিলে কেনিয়ায় অনুষ্ঠিত দুদিনব্যাপী এক সম্মেলনে ১০৫ টন হাতির দাত পোড়ান আফ্রিকার হাতি রক্ষায় গঠিত 'জায়ান্ট ক্লাব' নেতারা।

ওই সময় জানানো হয় আফ্রিকায় প্রায় সাড়ে ৪ লাখ থেকে ৫ লাখ হাতির বসবাস। তবে প্রতিবছর চোরাকারবারি ও চোরাশিকারিদের কারণে প্রায় ৩০ হাজার হাতি মারা পড়ছে।  

বিশেষজ্ঞরা জানান, আফ্রিকার হাতির সংখ্যা বিগত শতাব্দীতে ৯০ ভাগ কমে গেছে। তাদের আশংকা, চোরাশিকারি ও হাতির দাঁতের অবৈধ ব্যবসা বন্ধ না করা গেলে এক দশকের মধ্যেই বিলুপ্ত হবে আফ্রিকান হাতি। -বিবিসি।
২৬ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে