আন্তর্জাতিক ডেস্ক : বয়স মনে হচ্ছে ৬ কী ৭ হবে। যে কাথ গুলি ওই ছোট বাচ্চাটির মুখ থেকে বেরোচ্ছে তার সম্পূর্ণ মানে জিজ্ঞাসা করা হলেও হয়তো সে একটার সঠিক উত্তর দিতে পারবে না। তারপরও কিন্তু সে বলছে। ঠিকঠাক বলতে গেলে তাকে দিয়ে বলাচ্ছেন মেয়েটির বাবা। শুধু বলাচ্ছেনই না, সঙ্গে বাড়িতে বসেই AK 47 রাইফেল চালানোর ট্রেনিংও দিচ্ছেন!
উরি হামলার পর থেকে দু' দেশের মধ্যে যেমন বেড়েছে রাজনৈতিক উতোর। তেমন সাধারণ মানুষের মধ্যেও পড়েছে সেই প্রভাব। ভারতে পাকিস্তানি শিল্পীদের ব্যান করার পক্ষে জোর প্রস্তাব করছে মহারাষ্ট্র নবনির্মাণ সেনা। টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ খবর জানা যায়।
অন্য দিকে, পাক বংশোদ্ভূত অভিনেতা মার্ক আনোয়ার টুইটে ভারতের বিরুদ্ধে করেছেন বিষোদ্গার। দিন কয়েক আগেও সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো আপলোড করা হয়, সেখানে দেখা গিয়েছিল কয়েকজন পাকিস্তানি যুবক হাতে অস্ত্র নিয়ে ভারতকে হুমকি দিচ্ছে। তবে বিদ্বেষের সাম্প্রতিকতম এই ছবি কাঙ্খিত নয়। যেখানে বাড়িতে বসেই হাতেখড়ি হচ্ছে সন্ত্রাসবাদের। মাথায় ঢুকিয়ে দেয়া হচ্ছে 'বিষ'।
২৬ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/শান্ত/মো:শাই