আন্তর্জাতিক ডেস্ক : চীনা সৈন্যরা চলতি মাসের প্রথম দিকে অরুনাচল প্রদেশের প্রত্যন্ত এলাকায় ভারতীয় ভূখণ্ডের ৪৫ কিলোমিটার ভেতরে ঢুকে সেখানে আশ্রয়কেন্দ্র নির্মাণ করেছিল। ভারতের প্রভাবশালী টাইমস অব ইন্ডিয়া সোমবার এ খবর প্রকাশ করেছে।
এতে বলা হয়, চলতি মাসের প্রথম দিকে অন্তত ৪০ চীনা সৈন্য লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোলের (এলএসি) ৪৫ কিলোমিটার ভেতরে প্রবেশ করে অস্থায়ী আশ্রয়কেন্দ্র নির্মাণ করে।
সরকারি সূত্র সোমবার জানায়, ৯ সেপ্টেম্বর ভারতীয় আইটিবিপি ও সেনাবাহিনীর যৌথ টহলের সময় বিষয়টা তাদের নজরে আসে।
ওই এলাকায় আগেও চীনারা প্রবেশ করেছিল বলে ভারতীয় পক্ষ দাবি করেছে। চলতি বছর অন্তত দুই থেকে তিনবার এ ধরনের ঘটনা ঘটেছিল।
চীনা সৈন্যদের একটি অংশ ১৩ সেপ্টেম্বর সেখান থেকে চলে যায়। এরপর ১৪ সেপ্টেম্বর ভার-চীন পতাকা বৈঠকের পর বাকিরা চলে যায়।
২৭ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম